অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ২ উইকেট নিয়েছেন।
#ময়াঙ্কের পর হাফসেঞ্চুরি চেতেশ্বর পূজারারও। টেস্টে তাঁর এটি ২১ তম হাফসেঞ্চুরি।চা-পানের বিরতির পর হাফসেঞ্চুরি পূরণ করলেন তিনি। নিজস্ব ছন্দে খেলছেন অধিনায়ক বিরাট কোহলি। চা পানের বিরতির আগে ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭৬ ওভারের শেষে ভারতের রান ২ উইকেটে ১৮৬। কোহলি ৩৫ ও পূজারা ৫৭ রানে ব্যাট করছেন।
#অভিষেকে সেঞ্চুরি হল না ময়াঙ্কের। ৭৬ রানে আউট হলেন তিনি। ১২৩ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হল। ১৬১ বলে ৭৬ রানের ইনিংস খেলে আউট হলেন ময়াঙ্ক। তাঁর ইনিংস সাজানো ৮ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে।
অভিষেকেই উজ্জ্বল ময়াঙ্ক আগরওয়াল। ইতিমধ্যেই ঝলমলে হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওপেন করতে নেমে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন ময়াঙ্ক। তাঁর সাবলীল ব্যাটিংয়ে ভর করে ভারতের শুরুটা ভালো হয়েছে। যদিও সঙ্গী ওপেনার হনুমা বিহারি বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি।তবে ধৈর্য্য ধরে খেলেছেন। ২৫ বল খেলে প্রথম রান করেন তিনি। এরপর ৬৬ বল খেলে ৮ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে যান হনুমা। ৪০ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। এরপর থেকে ময়াঙ্ক ও চেতেশ্বর পূজারার জুটি ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যায়।
মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ১ উইকেটে ৫৭। ময়াঙ্ক ৩৪ ও পূজারা ১০ রানে অপরাজিত ছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির পর আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের প্রথম ম্যাচেই অর্ধশতরান সম্পূর্ণ করেন ময়াঙ্ক। নাথন লায়নের বলে বাউন্ডারি মেরে অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি।
৪৪.৩ ওভারে ভারতের ১০০ রান সম্পূর্ণ হয়। ময়াঙ্ক ৫৫ এবং পূজারা ৩১ রানে ব্যাট করছেন।