কলকাতা: বৃহস্পতিবার ৪১ বছর পূর্ণ করছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর জন্মদিনের আগে ভক্তদের সেলিব্রেশনের পরিকল্পনা সারা। করোনামুক্ত রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবেন। জেনে নিন খেলার দুনিয়ার সারাদিনের সব বড় খবর।


সুস্থ রোহিত


তাঁকে কেন্দ্র করে পঞ্চম টেস্ট ও সিরিজ জয়ের অঙ্ক সাজিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু করোনার ধাক্কায় রোহিত শর্মা (Rohit Sharma) নিজেই এজবাস্টন টেস্টে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে (Team India) নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা (Jasprit bumrah)। ম্যাচ হেরে যায় ভারত। সিরিজ শেষ হয় ২-২ ব্যবধানে।


তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমে পড়ছেন রোহিত শর্মা। করোনামুক্ত তিনি। নিজেই জানিয়ে দিলেন যে, আর কোনও উপসর্গ নেই। শেষ ২-৩টি করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। ফলে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে সমস্যা নেই।


ক্যারিবিয়ান যুদ্ধের ডঙ্কা


ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে শেমরন হেটমায়ার-জেসন হোল্ডারদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে সফর শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।


ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। নেই কে এল রাহুলও (KL Rahul)। তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও সেরে উঠতে সময় লাগবে। রোহিতের অনুপস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে শিখর ধবনকে। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রয়েছেন।


করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে না পারলেও ইংরেজদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তবে সদ্য করোনামুক্ত রোহিতের ওপর যাতে অতিরিক্ত ধকল না পড়ে, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকেও বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা দীপক হুডাকে ওয়ান ডে-র দলেও রাখা হয়েছে।


ধোনি ৪১


খেলেন চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)। তবে শুধু চেন্নাই নয়, গোটা দক্ষিণ ভারতেই তিনি 'থালা'। সেই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিনে দক্ষিণ ভারতের তিন রাজ্যের মধ্যে জোর টক্কর।


লড়াইয়ের বিষয়, কারা ধোনির সবচেয়ে বড় কাট আউট তৈরির রেকর্ড দখল করবে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ধোনির ৩০ ফিট উচ্চতার কাট আউট তৈরি হয়েছিল ২০১৮ সালে। সেই রেকর্ড সেই বছরই ভেঙে যায় কেরলের কাছে। সেখানে তৈরি করা হয়েছিল ৩৫ ফিট উচ্চতার কাট আউট। তবে মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে বড় কাট আউটের রেকর্ড এবার দখল করতে চলেছে অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া। সেখানে তৈরি হয়েছে ধোনির ৪১ ফিট উচ্চতার কাট আউট।


সিন্ধুর জয়


অলিম্পিক্সের পর থেকেই কেমন যেন ছন্দহীন তিনি। মালয়েশিয়া ওপেন থেকে হতাশাজনক ভাবে ছিটকে গিয়েছিলেন। তবে মালয়েশিয়া মাস্টার্সে জয় দিয়েই শুরু করলেন পিভি সিন্ধু (PV Sindhu)। প্রথম রাউন্ডেই হারালেন চিনের হে বিং জিয়াওকে। ইন্দোনেশিয়া ওপেনে হারের বদলা মালয়েশিয়া মাস্টার্সে নিলেন সিন্ধু। তবে প্রথম রাউন্ড থেকে হেরে বিদায় নিলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। খারাপ ফর্ম যেন তাঁর পিছু ছাড়ছে না।