কলকাতা: পঞ্চাশ পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মালয়েশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু। খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
মহৎ উদ্যোগ
শুক্রবার জীবনের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাোধ্যায় (Sourav Ganguly)। তবে পঞ্চাশতম জন্মদিনে তিনি শহরে নেই। রয়েছেন লন্ডনে। সেখানেই পালিত হয়েছে তাঁর জন্মদিন।
কিন্তু সৌরভ বিলেতে রয়েছেন বলে তাঁর ক্রিকেটের আঁতুরঘর ইডেন গার্ডেন্স বিশেষ এই দিনে সেজে উঠবে না, তা আবার হয় নাকি! নীল-সোনালি বেলুন দিয়ে সাজিয়ে, কেক কেটে ইডেনে পালিত হল মহারাজের জন্মদিন। হাজির ছিলেন সৌরভের দাদা তথা সিএবির সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা, কোষাধ্যক্ষ তথা সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়, বন্ধু সঞ্জয় দাস। জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেখানো হল সৌরভের বিখ্যাত সব ইনিংসের ঝলক।
সেই সঙ্গে সৌরভের জন্মদিনে নেওয়া হল এক মহৎ উদ্যোগও। ঠাকুরপুকুরে ক্যান্সার হাসপাতালে গিয়েছিল সিএবির এক প্রতিনিধি দল। ক্যান্সার আক্রান্ত শিশুদের মধ্যে ফল, মিষ্টি, ফুল ও উপহার তুলে দেওয়া হল। যা পেয়ে মারণরোগের সঙ্গে লড়াই করা কচিকাঁচাদের মুখে হাসি। তবে খালি হাতে উপহার নেয়নি তারা। দিয়েছে রিটার্ন গিফটও।
বিদায় সিন্ধুর
মালয়েশিয়া মাস্টার্সে বিপর্যয় দুই বারের অলিম্পিক্স মেডেল ভারতীয় শাটলার পিভি সিন্ধুর (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালে তিন সেটের লড়াইয়ের পর তাই জু ইংয়ের কাছে হারতে হল সিন্ধুকে। দীর্ঘ লড়াইয়ে খানিকটা জু ইংয়ের দক্ষতা এবং খানিকটা সিন্ধুর নিজের ছন্দ ধরে রাখার ব্যর্থতার জেরেই হারলেন ভারতীয় তারকা।
কোর্ট দুইয়ে প্রথম গেমে ১৪ মিনিটের লড়াইয়ে জু ইংয় ২১-১৩ স্কোরলাইনে সিন্ধুকে মাত দেন। তবে সিন্ধুও ছেড়ে দেওয়ার পাত্রী নন। দ্বিতীয় গেমে লড়াই করে ম্যাচে ফিরে আসেন তিনি। দাপটের সঙ্গে ২১-১২ স্কোরে গেম জেতেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী। তৃতীয় গেমেও কিন্তু সিন্ধু শুরুটা মন্দ করেননি। তৃতীয় গেমের বিরতির আগেও তিনি লড়াই করে যাচ্ছিলেন। তবে জু ইংয়ের নাছোড় লড়াইয়েই মূলত ম্যাচে নিজের ছন্দ হারান তিনি।
শক্তি বাড়ল বাগানের
আইএসএল (ISL) শুরু হওয়ার আগে আরও শক্তিশালী হল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তিন বছরের জন্য সবুজ-মেরুনে সই করেছেন বিশাল কাইথ (Vishal Kaith)। ২৫ বছরের কিপার চেন্নাইয়িন এফসি থেকে এটিকে মোহনবাগানে যোগ দিলেন। এর আগে তরুণ আর্শ আনোয়ার শেখকে আরও তিন বছরের জন্য রিটেন করেছিল এটিকে মোহনবাগান।
ফিটনেসে জোর
আইপিএলের আগে ভারতীয় দলে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। তবে আইপিএল থেকেই ঘুরে দাঁড়িয়েছেন হার্দিক। গুজরাত ফ্রাঞ্চাইজিকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর এবার ভারতীয় দলের হয়েও ফুল ফোটাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ জুলাই) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে, সাদাম্পটনে ব্যাটে-বলে কামাল করলেন অলরাউন্ডার হার্দিক। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ৫১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন হার্দিক। তবে এখানেই শেষ নয়, বল হাতে প্রথম পরিবর্তন হিসাবে এসেও জ্বলে উঠেন তিনি। ৩৩ রানের বিনিময়ে নিয়ে নেন চার-চারটি উইকেট।
আরও পড়ুন: 'সৌরভের সঙ্গে আড্ডা মারলে রাত কাবার, ঘড়ি দেখে ঘোর কাটে'