পাকিস্তানকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড
Web Desk, ABP Ananda | 20 Nov 2016 10:19 AM (IST)
ক্রাইস্টচার্চ: পাকিস্তানকে সহজেই ৮ উইকেটে হারিয়ে টানা চার টেস্ট হারের পর প্রথম জয় পেল নিউজিল্যান্ড। বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পরেও চার দিনেই জয় তুলে নিল কিউয়িরা। লো-স্কোরিং ম্যাচে নজর কাড়লেন নিউজিল্যান্ডের হয়ে প্রথম টেস্ট খেলা ব্যাটসম্যান জিত রাভাল ও বোলার কলিন ডে গ্র্যান্ডহোম। এই ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৬ উইকেট নিয়ে স্বপ্নের অভিষেক হয় গ্র্যান্ডহোমের। জবাবে ব্যাট করতে নেমে ২০০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫ রান করেন রাভাল। দ্বিতীয় ইনিংসে ১৭১ রান করে পাকিস্তান। তিনটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নিল ওয়াগনার। একটি উইকেট নেন গ্র্যান্ডহোম। ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয় পায় নিউজিল্যান্ড। ৬১ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচের সেরা গ্র্যান্ডহোম। এখনও পর্যন্ত ঘরের মাঠে টেস্ট সিরিজে মাত্র দু বার পাকিস্তানকে হারাতে পেরেছে নিউজিল্যান্ড। তারা শেষবার জয় পেয়েছিল ১৯৮৪-৮৫ মরশুমে। এবার ৩১ বছরের খরা কাটিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে উইলিয়ামসনরা।