বেঙ্গালুরু: কোয়ালিফায়ার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে হতাশ নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। ম্যাচের পরে তিনি বলেন, গত ম্যাচের পরই আমরা আলোচনা করেছিলাম, এই পিচ ১৬০-১৭০ রানের নয়। এখানে ১৪০ রান তুললেও লড়াই দেওয়া যাবে। কিন্তু, ১০৭ রান কোনও ভাবেই যথেষ্ট নয়। এই রান করে ম্যাচ বের করা মুস্কিল। বিশেষ করে, মুম্বইয়ের মতো শক্তিশালী ব্যাটিংয়ের বিরুদ্ধে। একটাই উপায় ছিল। তা হল বিপক্ষকে অল আউট করা। তাই করার চেষ্টা করেছিলাম। সফল হইনি। আমরা এদিন ব্যাটিং করার সময় দ্রুত উইকেট হারিয়েছি। যা ঠিক হয়নি। হাতে উইকেট থাকলে ওদের কয়েকজন বোলারকে টার্গেট করতে পারতাম। তবে, হারলেও, দলের পারফরম্যান্সে খুশি। গোটা টুর্নামেন্টে আমরা পেশাদারের মতো খেলেছি। নিজেদেক সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।
অন্যদিকে, বিজয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আজকের দিনটা পারফেক্ট ছিল। সবকিছু ঠিকঠাক হয়েছে। বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে নিয়মিত ব্যবধানে ওদের উইকেট তুলে নেওয়া। বড় স্কোর না করতে দেওয়া। এই দলটি কোনও একজনের ওপর নির্ভরশীল নয়। একটা পরিসংখ্যান দিলেই পরিষ্কার হয়ে যাবে। টুর্নামেন্টের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় আমাদের কোনও ব্যাটসম্যান নেই। এর থেকেই বিষয়টি পরিষ্কার। সামনে বড় ম্যাচ। রাইসিং পুণের বিরুদ্ধে আমাদের রেকর্ড ভাল নয়। সেটা মাথায় রেখেই নামব।