লন্ডন: মাঠে থাকা দুই আম্পায়ার নন, ইংল্যান্ড-পাকিস্তানের একদিনের সিরিজে ফ্রন্টফুটের নো-বল ডাকবেন তৃতীয় আম্পায়ার। পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আম্পায়ার ও রেফারিদের ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ বলেছেন, ‘ফ্রন্টফুটের নো-বল যাতে নিখুঁতভাবে ডাকা যায়, তার উপায় খুঁজে বার করার জন্যই এই পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় আম্পায়ারের কাজের চাপ এবং তিনি নো-বল ডাকলে খেলার স্বাভাবিক গতি কমছে কি না সেটাও খতিয়ে দেখা হবে।’


 

নতুন এই পদ্ধতি চালু করার আগে আম্পায়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। মাঠের আম্পায়ারদের উপর থেকে চাপ কমানো এবং ভুল সিদ্ধান্ত এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নো-বল হওয়ার মুহূর্তের মধ্যেই ভাইব্রেটিং পেজারের মাধ্যমে মাঠের আম্পায়ারকে সেটা জানিয়ে দেবেন তৃতীয় আম্পায়ার। কোনও কারণে পেজার বিকল হয়ে গেলে রেডিও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মাঠের আম্পায়ারদের সঙ্গে যোগাযোগ রাখবেন তৃতীয় আম্পায়ার।