ভারত-ইংল্যান্ড ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় চুইংগাম চিবিয়ে বিতর্কের মুখে পারভেজ রসুল
গৌরব শর্মা লিখেছেন, কারুর কি নজরে এসেছে, জাতীয় সঙ্গীতের সময় ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল চুইংগাম চিবোচ্ছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুধীর বর্মার ট্যুইট, ভারতের হয়ে অভিষেককারী খেলোয়াড় পারভেজ রসুলকে জাতীয় সঙ্গীতের সময় কিছু চিবোতে দেখা গিয়েছে।
রাজেন্দ্র রায়না লিখেছেন, ভারতীয় দলের সমস্ত তারকাই জাতীয় সঙ্গীত গাইছিলেন। কিন্তু পারভেজ রসুল চুইংগাম চিবোচ্ছিলেন?
চিন্ময় জবালেকর লিখেছেনস জাতীয় সঙ্গীতের সময় চুইংগাম চিবানো ও শিথিল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে হতাশ। আমরা ভারতীয় জার্সি পরতে পারি, কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে পারি না?
প্রণীল নামে এক গ্রাহক ট্যুইটারে লিখেছেন, আপনার লজ্জা হওয়া উচিত পারভেজ রসুল, কানপুরে জাতীয় সঙ্গীতের সময় ও বাবল গাম চিবোচ্ছিলেন। তিনি ভারতের হয়ে খেলার যোগ্য নন।
ম্যাচের আগে দু’দেশের জাতীয় সঙ্গীতের সময়ে লাইন করে দাঁড়িয়েছিলেন ক্রিকেটাররা। ভারতের জাতীয় সঙ্গীতের সময়ে দেখা যায় পারভেজ রসুলের মুখ নড়ছে।ক্যামেরা তাঁকে ধরলে বোঝা যায়, পারভেজ রসুল চিউয়িং গাম জাতীয় কিছু চিবোচ্ছেন।এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।
কিন্তু টি-২০ অভিষেক ম্যাচেই প্রবল বিতর্কে জড়ালেন পারভেজ রসুল।
এর আগে অবশ্য একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হয়ে গিয়েছে।
কানপুরের গ্রিনপার্কে এই ম্যাচে ভারতের হয়ে জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুলের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ৭ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -