ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর আইসিসি একটি ট্যুইট করে। ওই ট্যুইটে বলা হয়, ‘স্যর জাদেজাকে অভিবাদন! এই অলরাউন্ডার অত্যন্ত দক্ষতার সঙ্গে লোয়ার অর্ডারের ব্যাটিং পরিচালনা করেছেন। ইনিংসের শেষে তিনি অপরাজিত ৮৬। ৫০ পূর্ণ করার পর চেনা স্টাইলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি’।
কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ট্যুইটার হ্যান্ডেলে জাদেজাকে ‘স্যর’ বলায় অনেকেই বিস্মিত। আর এই পোস্টে ট্যুইটারেটিরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ অভিমত প্রকাশ করেছেন যে, জাদেজাকে ওই সম্বোধনটা সঠিক নয়। আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন যে, আইসিসি-র ওই অ্যাকাউন্টটি বোধহয় একজন ভারতীয় পরিচালনা করেন।
উল্লেখ্য, জাদেজার নামের আগে ‘স্যর’ এর ব্যবহার ভারতীয় ক্রিকেট মহলে একটা মজার ব্যাপার। চেন্নাইয় সুপার কিংসের সহ খেলোয়াড় জাদেজার নামের আগে ওই শব্দ জুড়ে মজা করতে ছাড়েননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। জাদেজাও বিষয়টি খেলোয়াড়োচিত মনোভাব নিয়েই গ্রহণ করেছেন।