হায়দরাবাদ: ২০০৭ সালের হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ২ জনকে মৃত্যুদণ্ড দিল এখানকার মেট্রপলিট্যান কোর্ট। আরেকজনের যাবজ্জীবন কারাবাসের শাস্তি হয়েছে।
৪ সেপ্টেম্বর আনিক শফিক সঈদ ও মহম্মদ আকবর ইসমাইল চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন দ্বিতীয় অতিরিক্ত মেট্রপলিট্যান দায়রা বিচারক টি শ্রীনিবাস রাও, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ১১ বছর ধরে চলা মামলায় রেহাই দেন ফারুক সরফুদ্দিন তারকাশ ও মহম্মদ সাদিক ইশকার আমেদ শেখ নামে দুই অভিযুক্তকে।
তারিক আঞ্জুম নামে পঞ্চম অভিযুক্তকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছে আদালত। তার বিরুদ্ধে নয়াদিল্লি ও অন্যত্র বিস্ফোরণে জড়িত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। ২০০৭ এর ২৫ আগস্ট প্রায় একই সময়ে দুটি প্রচণ্ড বিস্ফোরণ হয় হায়দারাবাদের জনপ্রিয় খাবারের দোকান গোকুল চাট ও রাজ্য সচিবালয় সংলগ্ন লুম্বিনি পার্কের ওপেন এয়ার থিয়েটারে। সব মিলিয়ে ৪৪ জন নিহত ও ৬৮ জন জখম হন।
বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন প্রতিষ্ঠাতা রিয়াজ ভাটকল, তার ভাই ইকবাল ও আমির রেজা খানের। তবে তিনজনই পলাতক। কর্নাটকের ভাটকল ভাইয়েরা পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে ধারণা প্রশাসনের।