কলকাতা: অসি অধিনায়ক স্টিভ স্মিথের স্বপ্নের দলে নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর দলে অবশ্য দুজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে একজন হরভজন সিংহ। এই স্পিনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বদাই সেরা পার্ফরম্যান্সই তুলে ধরেছেন। অন্যজন, সচিন তেন্ডুলকর। ইডেনে ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে স্মিথ বলেন, আমার স্বপ্নের দলে সচিন ও হরভজনকে রাখব।
তিনি তাঁর দলে বেছেছেন কিংবদন্তী ব্যাটসম্যান ডোনাল্ড ব্র্যাডম্যান ও স্পিনার শেন ওয়ার্নকেও। এছাড়াও অসি পেসার মাইকেল জনসন, মাইক হাসিকেও তাঁর সর্বকালের সেরা দলে রেখেছেন স্মিথ।
বর্তমানে ক্রিকেট বিশ্বে স্মিথের সঙ্গে কোহলির তুলনা হামেশাই করা হয়ে থাকে। এ ধরনের তুলনায় তিনি বিশ্বাসী নন বলে জানিয়েছেন স্মিথ। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কোহলি বড়মাপের খেলোয়াড় ও অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের জন্য তিনি দুর্দান্ত কাজ করছেন। ব্যক্তিগতভাবে আমি ভিন্ন ভিন্ন প্লেয়ারদের মধ্যে তুলনায় বিশ্বাসী নই।
স্মিথ বলেছেন, কোহলির সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত লড়াই নেই। পুরোপুরি একটা ফিট দল গড়ে তোলার কৃতিত্ব তিনি কোহলিকে দিয়েছেন।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে স্মিথ বলেছেন, ভারতে একটা টেস্ট সিরিজ জিততে চান তিনি। স্মিথ বলেছেন, দীর্ঘদিন ধরে দুটি দেশের মধ্যে তীব্র লড়াই চলছে। অধিনায়ক হিসেবে তিনি চাইবেন ভারতে একটা টেস্ট সিরিজ জিততে।এখানে এসে খেলাটা বেশ কঠিন। উইকেট ভিন্ন ধরনের হয়।
একদিনের ও টি ২০ সিরিজ অবশ্য টেস্টের থেকে আলাদা বলেও স্মিথ মন্তব্য করেছেন।
আজ কেরিয়ারের ১০০ তম একদিনের ম্যাচ খেলতে নেমেছেন কোহলি। গতকাল এ প্রসঙ্গে তিনি বলেন, দল জিতলে তিনি কোনও রান না করলেও খুশি হবেন।