গায়ানা: দুটো হারের পর সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল গোটা দলকে। প্রশ্নের মুখে ফেলা হয়েছিল রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও তাঁর টিম ম্য়ানেজমেন্টকেও। আপাতত সেই সবে কিছুটা যতি টানা গিয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতে (3rd T20) দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সিরিজ হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল (indian Cricket Team)। আর ম্যাচের পর দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও (Hardik Pnadya) দুটো হার নিয়ে বেশি মাথা ঘামাতে চাইছেন না। জয় এসেছে, এবার সিরিজ মুঠোয় করতে মরিয়া ভারত।


ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হর্দিক বলেন, ''আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জয়। আমরা গ্রুপে আলোচনা করেছিলাম যে আমাদের কাছে তিনটি ম্যাচই কতটা গুরুত্বপূর্ণ। দুটো জয়, দুটো হার কোনও কিছুই আমাদের পরিকল্পনায় ব্য়াঘাত ঘটাতে পারবে না। কঠিন সময়ের জন্য আমরা যাতে প্রস্তুত সেদিকেই আমাদের লক্ষ্য রয়েছে।'' হার্দিক আরও বলেন, ''আমরা সাতজন ব্যাটার নিয়ে খেলতে চেয়েছিলাম। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছে। সূর্য ও তিলকের পার্টনারশিপটা ম্যাচে আমাদের এগিয়ে দিয়েছিল। ওরা একসঙ্গে অনেকটা সময় খেলেছে। আইপিএলে এক দলে খেলে। সূর্যকে দলে পাওয়াটা সত্যিই ভাগ্যের বিষয়। নিজের অভিজ্ঞতা ও অন্যদের সঙ্গে ভাগ করে নেয়।''


উল্লেখ্য, পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। সিরিজে টিকে থাকতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs WI 3rd T20) জিততেই হত। ঠিক সেটাই করে দেখাল টিম ইন্ডিয়া। বল হাতে কুলদীপ যাদবের তিন উইকেট এবং ব্যাট হাতে তিলক ভার্মা (Tilak Varma) ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দৌরাত্ম্যে ১৩ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।


তিলকের স্বপ্নের ফর্ম এই ম্যাচেও অব্যাহত রইল। গত ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান করেছিলেন বাঁ-হাতি তরুণ ব্য়াটার। এই ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না তিনি। ৪৯ রানে অপরাজিত থাকতে হল তাঁকে। ১৬০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ভারতের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন সূর্যকুমার যাদব। গত দুই ম্যাচে তিনি রান পাননি। তাই বিশ্বের এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) টি-টোয়েন্টি ব্যাটরের ফর্ম নিয়ে সমর্থকরা খানিকটা চিন্তায় ছিলেন। প্রয়োজনের দিনে অনবদ্য অর্ধশতরান করে সূর্যকুমার নিজের দক্ষতা আবারও প্রমাণ করে দিলেন।