নয়াদিল্লি: স্কুলে যাওয়া বা ফেরার পথে দুই পড়ুয়ার নিখুঁত কঠিন জিমন্যাস্টিক মুভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিও নজর কেড়েছে রোমানিয়ার কিংবদন্তী পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জিমন্যাস্ট নাদিয়া কোমানিচিরও। ভিডিওতে সাবলীলভাবে ব্যাকওয়ার্ড সামারসল্ট ও কার্টহুইলের মতো কঠিন জিমন্যাস্টিক মুভ সাবলীলভাবে করে দেখাচ্ছে দুই ছাত্র ও ছাত্রী। গত ২৫ অগাস্ট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকে ভিডিওটি পাঁচলক্ষ ভিউ হয়েছে। প্রায় পাঁচ হাজার রি-টুইট হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভি়ডিও পৌঁছে যায় নাদিয়ার টাইমলাইনেও। নাদিয়া অলিম্পিকে পাঁচবার সোনা জিতেছেন তিনি। অলিম্পিকে তিনিই প্রথম জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে ১০-এ ১০ করেছিলেন। সেই নাদিয়াও ভিডিওটি রি-ট্যুইট করেন। ক্যাপশনে লেখেন, এটা অসাধারণ।



এরপর নেটিজেনদের একাংশ ওই ভিডিওটি দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর নজরে আনতে তাঁকে ট্যাগ করা শুরু করেন। পরে রিজিজু ট্যুইট করে বলেন, এই শিশু দুটি আনকোরা প্রতিভা। তাঁর কাছে দুই পড়ুয়াকে নিয়ে এল তিনি পেশাদারদের কাছে পৌঁছে দেবেন।




নাদিয়ার ট্যুইট লাইক করেন দীপা কর্মকার ও জ্বালা গুট্টাও।


এই ভিডিও দেখে নেটিজেনরা অভিভূত। তাঁরা দুই পড়ুয়ার অনায়াস দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।








ওই দুই পড়ুয়ার জিমন্যাস্টিকের ভিডিও ভাইরাল হলেও ওই ভিডিও কোথায় শ্যুট করা হয়েছে, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে ট্যুইটার ইউজারদের কেউ কেউ বলেছেন, নাগাল্যান্ডের কোনও গ্রামের ভিডিওটি শ্যুট করা হয়েছে।