কলকাতা ও গুয়াহাটি: টানটান থ্রিলারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ এফ-এর ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে নক-আউট পর্বে পৌঁছে গেল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে গোল ব্রিউস্টার, ফডেন ও স্যাঞ্চোর। মেক্সিকোর হয়ে জোড়া গোল লাইনেজের। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে হাসতে হাসতে নক আউটে পৌঁছে গেল ইংল্যান্ড।


গ্রুপ ই-র ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে নক-আউটে ফ্রান্স। ফ্রান্সের হয়ে জোড়া গোল আমিন গোউইরির। পেনাল্টি থেকে একটি গোল শোধ করে জাপান। পরপর দু’ ম্যাচে জয়। ৬ পয়েন্ট নিয়ে নক আউটে চলে গেল লে ব্লুজ। নিউ ক্যালিডোনিয়াকে ৫-০ গোলে হারিয়ে জিতল হন্ডুরাস। অন্যদিকে, চিলিকে ৩-০ গোলে হারায় ইরাক।