নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে ঘানার বিরুদ্ধে ০-৪ গোলে হেরে গেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার বিরুদ্ধে ধীরাজ সিংহ, জিকসন সিংহদের লড়াই সবার প্রশংসা কুড়িয়েছিল। তবে আজ ভারত মোটেই ভাল খেলতে পারেনি। এই ম্যাচে প্রথম দলে চারটি বদল করেন কোচ লুইস নর্টন দে মাতোস। নমিত দেশপাণ্ডে, অভিজিৎ সরকার, রহিম আলি ও নিনথোইনগানবা মিতেইয়ের বদলে সুযোগ দেওয়া হয় জিতেন্দ্র সিংহ, নোঙ্গদাম্বা নাওরেম, সুরেশ ওয়াংজাম ও অনিকেত যাদবকে। ফর্মেশনও বদল করা হয়। এদিন ৪-৩-৩ ছকে খেলা শুরু করে ভারত। এতগুলি বদলের প্রভাব পড়ে খেলায়। শুরু থেকে শেষপর্যন্ত প্রাধান্য নিয়ে খেলে বড় ব্যবধানে জিতে নক-আউট পর্যায়ে চলে গেল ঘানা।


এই ম্যাচের শুরু থেকেই ভারতের গোলমুখে ঘানার একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল। তবে প্রথমার্ধের শেষদিক পর্যন্ত ম্যাচে সমতা বজায় রাখতে সক্ষম হয় ভারত। ৪৩ মিনিটে প্রথম গোল করে ঘানাকে এগিয়ে দেন এরিক আইয়া। ৫২ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান। ৮৬ মিনিটে তৃতীয় গোল করেন রিচার্ড ড্যানসো। পরের মিনিটেই ব্যবধান বাড়ান ইমানুয়েল টোকু।

এই গ্রুপের অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে কলম্বিয়া। ফলে লাতিন আমেরিকার এই দেশটিও শেষ ষোলোয় পৌঁছে গেল। গ্রুপে তিনটি দলেরই পয়েন্ট ৬। একমাত্র ভারতই কোনও পয়েন্ট পেল না।