জোহানেসবার্গ: শুক্রবার, ১৯ জানুয়ারি শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U 19 World Cup)। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারতীয় দল (IND vs BAN)। চার বছর আগের ফাইনালের ড্রেস রিহার্সাল যেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে। এবার ভারতের সামনে প্রতিশোধের ম্যাচ।
ভারতের সামনে খেতাব রক্ষার লড়াইও। কারণ, বিশ্বচ্যাম্পিয়ন হিসাবেই নামছে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। যশ ধূলের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২৪ দিন ধরে ১৬ দলের ৪১ ম্যাচের পর নির্ধারিত হবে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন কারা।
২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি কোচ থাকাকালীনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রত্যেক ক্রিকেটার একবার করেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলবেন। যাতে করে বয়স ভাঁড়ানো নিয়ে অভিযোগ আটকানো যায়।
একটা সময় মনে করা হতো, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জুনিয়র ক্রিকেটারদের তুলে ধরার মঞ্চ। ২০১৮ সালের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এখন ভারতীয় সিনিয়র দলের স্তম্ভ। শুভমন গিল। সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক পৃথ্বী শ-ও ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন।
মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন আর্শিন কুলকার্নি। মাত্র ৩ ম্যাচ খেলেও ১৯টি ছক্কা মেরে রেকর্ড গড়েন। যে টুর্নামেন্টে রুতুরাজ গায়কোয়াড়, কেদার যাদব, রাহুল ত্রিপাঠিদের মতো তারকাও খেলেছেন। মহারাষ্ট্রের সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলবেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম ভরসা আর্শিন।
ভারতীয় দলের উইকেটকিপার আরাবেল্লি অবনীশ নভেম্বরে হইচই ফেলে দিয়েছিলেন। বিনু মাঁকড় ট্রফিতে ৩৭৬ রান তাড়া করতে নেমে দলের স্কোর ৯৫/৫, এমন সময় ব্যাট করতে নেমেছিলেন। ৯৩ বলে ১৬৩ করেন তিনি। ১৩টি ছক্কা মেরে। ৬ ইনিংসে ২৭৪ রান করেছিলেন টুর্নামেন্টে। ১৪৮ স্ট্রাইক রেট রেখে। এবার চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে তাঁকে।
নজর থাকবে মুশীর খানের দিকেও। মুম্বইয়ের সিনিয়র দলে খেলেছেন। গত বছর অধিনায়ক হিসাবে মুম্বইকে কোচবিহার ট্রফির ফাইনালে তুলেছিলেন। ৬৩২ রান ও ৩২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরাও হয়েছিলেন।
রাজস্থানের উদয় সাহারান ভারতীয় দলের নেতৃত্ব। ক্রিকেটের টানে ভাটিন্ডায় চলে আসেন। পাঞ্জাবের বিভিন্ন বয়সভিত্তিক দলকে নেতৃত্বও দেন। এবার জাতীয় দলের হয়ে চ্যালেঞ্জ।
আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে