নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2023) লড়াই। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। সাত গোলের স্মরণীয় ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) হারাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে উনিয়ন বার্লিনকে হারাল রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ প্রত্যাবর্তনে সহজ জয় পেল আর্সেনাল (Arsenal)।


হ্যারি কেন, লিরয় সানে, সার্জ ন্যাব্রি ও ম্যাথিয়াস টেল এদিনের ম্যাচে বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেন। তবে ম্যাচে সবথেকে বেশি নজর কাড়েন তরুণ জামাল মুসিয়ালা। রাসম্যাস হয়ল্যান্ড এদিন রেড ডেভিলসের হয়ে নিজের প্রথম গোলটি করেন। ক্যাসেমিরো জোড়া গোল করেও দলকে জেতাতে পারেননি। এই ম্যাচ মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ৩৫ ম্যাচ অপরাজিত রইল বাভেরিয়ার দল।


অপরদিকে, টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে কিন্তু প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলা উনিয়ন বার্লিনের বিরুদ্ধে জিততে বেশ কসরত করতে হল। ম্যাচের সিংহভাগ সময়ই রিয়াল মাদ্রিদ দাপট দেখালেও, গোলের দরজা কিছুতেই খুলতে পারছিলেন না হোসেলুরা। রদ্রিগোর একটি ভলি এবং হোসেলুর একটি হেডার পোস্টে লেগে ফিরে আসে। তবে ফের একবার রিয়ালের ত্রাতা হয়ে উঠেন জুড বেলিংহ্যাম। ম্যাচের ৯৪ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন।


ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের প্রত্যাবর্তনটা কিন্তু বেশ মিষ্টিমধুরই হল। ডাচ দল পিএসভি আইন্দোভেনের বিরুদ্ধে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেল গানার্সরা। বুকায়ো সাকা আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন। লিয়ান্দ্রো ট্রসার্ড আর্সেনালের ব্যবধান দ্বিগুণ করেন। বেলজিয়ানই গ্যাব্রিয়েল হেসুসকে তৃতীয় গোলের পাসটি বাড়ান। মার্টিন ওডেগার্ড উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে ম্যাচের শেষ গোলটি করেন।


অন্যান্য ম্যাচে লাউতারো মার্তিনেজ়ের গোলে ইন্টার মিলান ১-১ গোলে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করে। ইতালির আরেক ক্লাব নাপোলি ২-১ গোলে ব্রাগার বিরুদ্ধে জয় পায়। বেনফিকাকে ২-০ গোলে হারায় সল্জ়বার্গ। নিজের ছোটবেলার ক্লাবের হয়ে সেভিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেছিলেন সার্জিও রামোস। তবে দলের হয়ে ক্লিনশিট রাখতে পারেননি তিনি। ফ্রান্সের ক্লাব লেন্সের সঙ্গে ১-১ ড্র করে সেভিয়া। গ্যালাতাসারে ও কোপেনহেগেনের ম্যাচও ২-২ স্কোরলাইনে ড্রয়ে শেষ হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে হারিয়ে দুরন্ত জয় মহমেডানের