মস্কো: আর মাত্র কয়েকদিন, তারপরেই ইউরোপে শুরু হচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। কিন্তু এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা ইউরো কাপে রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধের অনুপ্রবেশ ঘটল। ইউক্রেনের নতুন জার্সি নিয়ে তীব্র আপত্তি জানাল রাশিয়া। কারণ, এই জার্সিতে ইউক্রেনের মানচিত্র রয়েছে, যার মধ্যে বিতর্কিত ভূখণ্ড ক্রিমিয়াও রয়েছে। এতেই ক্ষুব্ধ রাশিয়া। এ বিষয়ে রাশিয়ান ফুটবল ইউনিয়নের প্রাক্তন সাধারণ সচিব আনাতলি ভরোবায়ভ বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে যদি সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়, একমাত্র তাহলেই ফুটবল কর্তৃপক্ষ এই ঘটনার সঙ্গে যুক্ত হবে। না হলে বিষয়টির সঙ্গে রাজনীতি ও কূটনীতি যুক্ত হবে না।


এবারের ইউরো কাপের জন্য নতুন জার্সি তৈরি করেছে ইউক্রেন। বরাবরের মতোই নীল ও হলুদ রঙের সঙ্গে এবার যুক্ত হয়েছে সাদা। সেই সাদা অংশেই ইউক্রেনের সীমান্ত দেখানো হয়েছে। ক্রিমিয়ার সীমান্তের মধ্যে ক্রিমিয়াকে দেখানো হয়েছে। এছাড়া জার্সিতে লেখা রয়েছে ‘গ্লোরি টু ইউক্রেন’ ও ‘গ্লোরি টু হিরোজ’, যা সরকারিভাবে ইউক্রেনের সেনাবাহিনীর সম্বোধন।


এই জার্সির বিষয়ে ইউক্রেনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আন্দ্রিভ পাভেলকো বলেছেন, ‘আমাদের বিশ্বাস, ইউক্রেনের সীমান্তের প্রতিচ্ছবি জার্সিতে থাকলে খেলোয়াড়দের শক্তি বাড়বে। কারণ, তাঁরা সারা দেশের জন্য লড়াই করবেন।’


ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত দীর্ঘদিনের। ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলে ক্রিমিয়া। কিন্তু আন্তর্জাতিক মহল এখনও এই উপদ্বীপকে ইউক্রেনের অংশ বলেই গণ্য করে।


রাশিয়া অবশ্য ক্রিমিয়ার অধিকার ছাড়তে নারাজ। সেই কারণেই ইউক্রেনের জার্সিতে ক্রিমিয়া থাকায় ক্ষুব্ধ রাশিয়া। এ প্রসঙ্গে রাশিয়ার অ্যাসেম্বলি দুমার ডেপুটি দিমিত্রি স্বিশচেভ বলেছেন, ‘গত সাত বছর ধরে রাশিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ড ক্রিমিয়া। ফলে ইউক্রেনের জার্সিতে যে ডিজাইন করা হয়েছে, তা অযৌক্তিক। আমি নিশ্চিত, উয়েফা কঠোর ব্যবস্থা নেবে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য নতুন জার্সি তৈরি করার মতো সময় ইউক্রেনের জাতীয় দলের কাছে এখনও আছে।’


এবারের ইউরো কাপে গ্রুপ বি-তে আছে রাশিয়া। এই গ্রুপের বাকি তিনটি দল হল বেলজিয়াম, ডেনমার্ক ও ফিনল্যান্ড। প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে রাশিয়া।


অন্যদিকে, গ্রুপ সি-তে আছে ইউক্রেন, হল্যান্ড, অস্ট্রিয়া ও নর্থ ম্যাসিডোনিয়া। প্রথম ম্যাচে হল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন।