গত পাঁচ বছরে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ঘরের মাঠে টেস্টে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন উমেশ। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহম্মদ শামি এবং ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারের এই কৃতিত্ব ছিল। আজ প্রথমে দেবেন্দ্র বিশুকে বোল্ড করেন উমেশ। এরপর পরপর দু’বলে রস্টন চেস ও গ্যাব্রিয়েলকে ফিরিয়ে দেন এই ভারতীয় পেসার। জাভাগল শ্রীনাথের ১৯ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন উমেশ যাদব
Web Desk, ABP Ananda | 13 Oct 2018 04:46 PM (IST)
হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বল হাতে বিধ্বংসী মেজাজে দেখা গেল ভারতীয় পেসার উমেশ যাদবকে। গতকাল তিন উইকেট নেওয়ার পর আজ তিনি আরও তিনটি উইকেট নিলেন। আজ শ্যানন গ্যাব্রিয়েলকে আউট করে ১৯ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন উমেশ। ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন জাভাগল শ্রীনাথ। আজ সেই কৃতিত্ব অর্জন করলেন উমেশ। তিনি ১৪-তম ভারতীয় বোলার হিসেবে ঘরের মাঠে টেস্টে এক ইনিংসে ৬ বা তার বেশি উইকেট নিলেন।