নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে (IND vs AUS) নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। তবে সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে খারাপ খবর। করোনা আক্রান্ত হয়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। শামির বদলে ভারতীয় দলে কোন তারকা সুযোগ পেতে পারেন, এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। 


শামির বদলে কে?


খবর অনুযায়ী, শামির বদলে প্রায় সীমিত ওভারে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন উমেশ যাদব (Umesh Yadav)। টিম ইন্ডিয়ার টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও, প্রায় সাড়ে তিন বছর ভারতীয় সীমিত ওভারের দলে সুযোগ পাননি উমেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তিন বছর আগে ফেব্রুয়ারিতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন উমেশ। তারপর আর সাদা বলে ক্রিকেটে ভারতের হয়ে খেলা হয়নি ৩৪ বছর বয়সি ভারতীয় ফাস্ট বোলারের। তবে এ মরসুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন উমেশ।


কেকেআরের হয়ে এ মরসুমে ১২ ম্যাচ খেলে ৭.০৬-র ইকোনমি এবং ২১.১৯-র গড়ে মোট ১৬টি উইকেট নিয়েছিলেন উমেশ। এরপরে অনেকেই ভেবেছিলেন হয়তো উমেশ দ্রুতই ভারতীয় দলের সীমিত ওভারের স্কোয়াডে ফিরবেন। এতদিন অবশ্য় তেমনটা হয়নি। কিন্তু শামির করোনার জেরেই সম্ভবত ভাগ্যসহায় হতে চলেছে উমেশের। এশিয়া কাপে ভারতীয় দলের ব্যর্থতার পর, আবেশ খানের বদলে অভিজ্ঞ উমেশকেই এবার পরখ করে দেখে নিতে চায় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। তবে সমস্যা এখানেও রয়েছে। বর্তমানে হালকা চোটের কবলে রয়েছেন উমেশ।


উমেশের পুনর্বাসন


ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্সের হয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে দারুণ ফর্মে ছিলেন উমেশ। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। তবে এই টুর্নামেন্ট চলাকালীনই ২১ অগাস্ট গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচে চোটের কবলে পড়েন ভারতীয় তারকা ফাস্ট বোলার। উরুর পেশিতে চোট পেয়েছেন উমেশ যাদব। ফলে এ মাসে মিডলসেক্সের দুই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে লেস্টারশায়ার ও উরস্টারশায়ারের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না উমেশ।


বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে উমেশ পুনর্বাসন চালাচ্ছেন বলেই খবর। চার দিনের ম্যাচে খেলার মতো তাঁর ফিটনেস নেই বলেই তিনি কাউন্টি ক্রিকেটে ফিরে যাচ্ছেন না। তবে বিশ ওভারের অল্প সময়ের ম্যাচে নামার মতো ফিটনেস সম্ভবত উমেশের রয়েছে। অবশ্য সরকারিভাবে কিন্তু ভারতীয় বোর্ডের তরফে এখনও কিছুই জানানো হয়নি।


আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি?