অ্যাডিলেড: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শাকিব আল হাসানের আউট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে নিজেদের ডু অর ডাই ম্যাচে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান। যে দল জিতবে তারাই সেমিতে জায়গা করে নেবে এই ছিল অঙ্ক। সেখানেই টাইগারদের ৫ উইকেটে হারিয়ে শেষ চারে উঠে যায় বাবর আজমের দল। ম্যাচে কোনও রান না করেই শাদাব খানের বলে লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। কিন্তু আদৌ কি আউট ছিলেন শাকিব? উত্তর হল না। কিন্তু কেন?
শাকিবের আউট বিতর্ক
ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ১১ তম ওভারে বল করতে এসেছিলেন পাক অলরাউন্ডার শাদাব খান। সেই সময়ই শাকিবকে শূন্য রানেই লেগবিফোর করে দেন তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর শাকিব রিভিউ নেওয়ার প্রয়োজন মনে করেননি। কিন্তু পরে বড় স্ক্রিনে দেখা যায় যে বল ব্যাট ছুঁয়েছিল। আর এরপরই সেই আউট নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
সোশাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া
শাকিবের লেগবিফোর হওয়া নিয়ে সোশাল মিডিয়ায় অনেকেই বিবৃতি দিয়েছেন।
ম্যাচের পর শাকিব বলেন, 'ইনিংসের মাঝপথে আমাদের স্কোর ৭০ রানের বিনিময়ে এক উইকেট ছিল। এই পিচে ১৪৫ থেকে ১৫০ রান তুলতে পারলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো যাবে বলেই আমার মনে হয়েছিল। নতুন ব্যাটারদের এই পিচে নেমেই বড় শট খেলা চাপেরই ছিল। তাই চাইছিলাম যাতে আমাদের সেট ব্যাটাররা শেষ পর্যন্ত টিকে থাকে। কিন্তু তা সম্ভব হয়নি। শুধুমাত্র ফলাফলের নিরিখে দেখতে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা আমাদের সর্বকালের সেরা পারফরম্যান্স। আরও ভাল পারফর্ম করা যেত। কিন্তু দলে অনেক নতুন খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন, অনেক বদলও হয়েছে, তাই সেই অনুযায়ী এর থেকে ভাল পারফরম্যান্স করাটা কঠিনই ছিল।'
শাকিবের নিজের পারফরম্যান্সও এই বিশ্বকাপে খুব একটা আহামরি ছিল না। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও ব্যাট হাতে প্রথম বলেই শূন্য রানে আউট হন শাকিব। বল হাতে এক উইকেট নিলেও, ৩৫ রান খরচ করেন বাংলাদেশ অধিনায়ক। শাকিব নির্দ্বিধায় মেনে নিচ্ছেন, তাঁর নিজের পারফরম্য়ান্সও এই বিশ্বকাপে হতাশাজনকই ছিল। 'আমার নিজের পারফরম্যান্সের বিষয়ে কথা বলতে হলে বলব, যে আমি নিঃসন্দেহে আরও ভাল পারফর্ম করতে পারতাম। তবে যতদিন আমি ফিট রয়েছি এবং পারফর্ম করছি, ততদিন আমি দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই।' বলেন শাকিব।