পুণে: টেস্ট সিরিজের ফর্ম অব্যাহত স্টিভ স্মিথের। আজ আইপিএল-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক। স্মিথের পাশাপাশি ভাল পারফরম্যান্স দেখালেন অজিঙ্ক রাহানে। এই দুই ব্যাটসম্যানের অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই মু্ম্বইকে ৭ উইকেটে হারিয়ে দিল পুণে।


আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্মিথ। শুরুটা ভালই করেন মুম্বইয়ের দুই ওপেনার পার্থিব পটেল (১৯) ও জোশ বাটলার (৩৮)। চোট সারিয়ে খেলতে নামা মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (৩) অবশ্য বড় রান পাননি। মাঝে পরপর কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। কিন্তু নীতীশ রানা (৩৪), কাইরেন পোলার্ড (৩৫) ও হার্দিক পাণ্ড্যর দাপটে বড় রান করে মুম্বই। হার্দিক মাত্র ১৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে অশোক দিন্দার বলে তিনি মারেন চারটি ছক্কা এবং একটি বাউন্ডারি। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৪ রান করে মুম্বই।

পুণের বোলারদের মধ্যে ভাল পারফরম্যান্স দেখান দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। তিনি ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। রজত ভাটিয়া ১৪ রান দিয়ে দুটি উইকেট নেন। কিন্তু দিন্দা ৪ ওভারে দেন ৫৭ রান। এর ফলেই বড় রান করেছে মুম্বই।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন রাহানে। শুরুতে ময়ঙ্ক অগ্রবাল (৬) ফিরে যাওয়ার পর স্মিথ-রাহানে জুটিতে যোগ হয় ৫৮ রান। এরপর স্মিথ ও বেন স্টোকসের (২১) জুটিতে যোগ হয় ৫০ রান। শেষে স্মিথ ও মহেন্দ্র সিংহ ধোনির (১২) অপরাজিত জুটিতে যোগ হয় ৪৪ রান। এই জুটিই ম্যাচ শেষ করে দেয়।