কিংস্টন: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের দলে জায়গা পেলেন ওয়েস্ট ইন্ডিজের নবাগত পেসার আলজারি জোসেফ। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
১৯ বছর বয়সি জোসেফ সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসাধারণ বোলিং করেন। ১৩টি উইকেট নিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিততে সাহায্য করেন। এই বিশ্বকাপে ৯১.৫ মাইল গতিতে বল করে সর্বোচ্চ গতির বল করার রেকর্ডও গড়েন জোসেফ। আটটি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ২৪টি উইকেট নিয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সের জেরেই সিনিয়র জাতীয় দলে সুযোগ পেলেন এই তরুণ পেসার।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, কিংবদন্তি পেসার জোয়েল গার্নার এখন দলের ম্যানেজার। তাঁর পরামর্শ এবং কোচিং স্টাফের সদসদ্যদের কাছ থেকে পেশাদারী সহায়তা পেয়ে উপকৃত হবেন জোসেফ।
জামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজ যদি একজন অতিরিক্ত পেসার খেলায়, তাহলে জোসেফ এবং অপর এক নবাগত পেসার মিগুয়েল কামিন্সের মধ্যে একজনকে বেছে নিতে হবে। ২৫ বছরের মিগুয়েল এর আগের টেস্টে দলে থাকলেও, এখনও তাঁর টেস্ট অভিষেক হয়নি।
দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ান দলে নবাগত আলজারি জোসেফ
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2016 01:02 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -