নয়াদিল্লি: শ্রীলঙ্কার তরুণ ফাস্ট বোলার মাথিসা পাথিরানার বলের গতি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর একটি ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তাঁর একটি বলের গতি সবাইকে অবাক করে দিয়েছিল। গতি মাপার যন্ত্রে ওই বলের গতি দেখানো হয়েছিল ঘন্টায় ১৭৫ কিলোমিটার। যদিও ওই বলটি ওয়াইড ঘোষণা করেছিলেন আম্পায়ার। পাথিরানার বলে তখন ব্যাট করছিলেন ভারতের তেজস্বী জয়সওয়াল। কিন্তু পরে জানা যায়, বলের গতি রেকর্ড করার মেশিনে কিছু গোলমালের কারণে মেশিনে প্রথমে বলের গতি ঘন্টায় ১৭৫ কিমি দেখানো হয়েছিল।
পাথিরানার বোলিং অ্যাকশনের সঙ্গে লাসিথ মালিঙ্কার মিল রয়েছে।
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি জোরে বোলিংয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের। ২০০৩-এর বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১.৩ কিমি গতিতে বল করেছিলেন।

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি গতির তিন বল-
১৬১.৩ কিমি প্রতি ঘন্টায়-শোয়েব আখতার (পাকিস্তান), ২০০৩-এ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে
১৬১.১ কিমি প্রতি ঘন্টায়- শন টেট (অস্ট্রেলিয়া), ২০১০-এ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে

১৬১.১ কিমি প্রতি ঘন্টায়-ব্রেট লি (অস্ট্রেলিয়া)-২০০৫-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে