বিশাখাপত্তনম: ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ এখন দাঁড়িয়ে ২-২-এ৷ শনিবার দীপাবলিতে সিরিজের ক্লাইম্যাক্স৷ পঞ্চম একদিনের ম্যাচটি দু দলের কাছেই ডু অর ডাই ম্যাচ৷ ধোনি বাহিনী থেকে কিউয়ি ব্রিগেড, দু’পক্ষের কাছেই মরণ-বাঁচন লড়াই৷


বিশাখাপত্তনমের হাইভোল্টেজ ক্লাইম্যাক্সের আগে শুক্রবার ছিল টিম ইন্ডিয়ার অপশনাল প্র্যাক্টিস৷ আর সেখানে কার্যত বিরাট কোহলির রণকৌশলই অনুসরণ করতে দেখা গেল মাহিকে৷ টেস্ট সিরিজের আগে খুব একটা ফর্মে ছিলেন না বিরাট৷ নিয়মিত রাবার বলে প্র্যাক্টিস করেছেন তখন৷ ফলও মিলেছে হাতে-নাতে৷ ইনদওর টেস্টে ক্যাপ্টেন কোহলির ডাবল সেঞ্চুরি থেকে ওয়ান ডে-তে সেঞ্চুরি৷

একদিনের সিরিজে ব্যাট হাতে মোটেই ধারাবাহিক ফর্মে নেই ক্যাপ্টেন কুল৷ খরা কাটাতে এবার বিরাট ফর্মুলায় নেমে পড়লেন তিনি৷ নেটে প্রায় ২০ মিনিট প্র্যাক্টিস করলেন রাবার বলে৷ বাউন্সের মোকাবিলা করতেই এই কৌশল৷

ধর্মশালা ম্যাচের আগে ধোনি জানিয়েছিলেন, ম্যাচ চলাকালীন আজকাল টেস্ট ক্যাপ্টেন বিরাটের পরামর্শও নেন৷ এবার ফর্ম ফিরে পেতেও কি তাঁকে অনুসরণ?

ডু অর ডাই ম্যাচ৷ তা সত্ত্বেও এদিন টিম ইন্ডিয়ার অপশনাল প্র্যাক্টিস৷ অনুশীলনেই এলেন না ৫ ক্রিকেটার৷ অন্যদিকে, গোটা নিউজিল্যান্ড দল নেমে পড়ল অনুশীলনে৷ কিন্তু প্রশ্ন উঠছে, সিরিজের ফয়সালা যে ম্যাচে হবে, তার আগে কেন অপশনাল প্র্যাক্টিস রাখা হল? কেন যোগ দিলেন না সব ক্রিকেটারেরা? বিশাখাপত্তনমের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাথাচাড়া দিচ্ছে প্রশ্নগুলো৷