নয়াদিল্লি: জাতীয় দলের হয়ে ক্রমাগত ব্যর্থতার জন্য যেভাবে দেশজুড়ে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের সমালোচনা চলছে, তাতে অসন্তুষ্ট প্রাক্তন তারকা যুবরাজ সিংহ। তাঁর মতে, পন্থকে তাঁর স্বাভাবিক খেলা খেলতে দেওয়া উচিত। কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির পন্থের পাশে দাঁড়িয়ে তাঁকে বোঝানো উচিত বলেও মনে করেন যুবরাজ।


একটি অনুষ্ঠানে যুবরাজ বলেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি একদিনে ধোনি হয়ে যায়নি। ওর কয়েক বছর লেগেছিল। ওর পরিবর্ত কাউকে পেতেও কয়েক বছর লাগবে। টি-২০ বিশ্বকাপের এখনও এক বছর বাকি। এটা অনেক লম্বা সময়। পন্থকে ওর চরিত্র অনুযায়ী খেলতে দিয়ে ওর কাছ থেকে সেরাটা বের করে নিতে হবে। ওর মানসিকতা বুঝতে হবে। ওর স্বাভাবিক খেলা খেলতে না দিলে কোনওদিনই সেরাটা পাওয়া যাবে না। অধিনায়ক, কোচ ওর পাশে দাঁড়িয়ে ওকে বোঝাতে পারে। সেটা হলে ওর মধ্যে অনেক বদল আসবে। তখন ও সেরাটা দিতে পারবে।’