কলকাতার সামনে ১২৯ রানের লক্ষ্য রাখল হায়দরাবাদ, বৃষ্টির জন্য বন্ধ খেলা
ABP Ananda, web desk | 17 May 2017 07:56 PM (IST)
বেঙ্গালুরু:#বৃষ্টির জন্য খেলা বন্ধ। এখনও শুরু হয়নি খেলা। #হায়দরাবাদের ইনিংস শেষ হল ১২৮ রানে। জয়ের জন্য কলকাতাকে করতে হবে ১২৯ রান। এলিমিনিটরে কলকাতার আঁটোসাঁটো বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তোলে হায়দরাবাদ। অধিনায়ক ওয়ার্নার সর্বোচ্চ ৩৭ রান করেন।পিযূস চাওলার বলে আউট হন তিনি। কলকাতার পক্ষে নাইল ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। উমেশ ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। বোল্ট ৩০ রানে ১ উইকেট পেয়েছেন। নারাইন ৪ ওভারে মাত্র ২০ রান দিয়েছেন। #শিখরকে আউট করে হায়দরাবাদকে প্রথম ধাক্কা দিলেন উমেশ। ৪.২ ওভারে দলের রান যখন ২৫ তখন উত্থাপ্পার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন শিখর। তিনি করেন ১১ রান। আইপিএলের এলিমিনিটেরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নিল কলকাতা নাইট রাইডার্স। চোটের জন্য কলকাতার দলে নেই মণীশ পান্ডে। নেই কুলদীপ যাদবও। নাইট রাইডার্স: সুনীল নারাইন, ক্রিস লিন, গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উত্থাপ্পা, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, আইআর জাগ্গি, পিযূস চাওলা, উমেশ যাদব, কোল্টার নাইল, ট্রেন্ট বোল্ট হায়দরাবাদ: ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধবন, কেন উইলিয়ামসন, যুবরাজ সিংহ, ভি শঙ্কর, নমন ওঝা, জর্ডন, বিপুল শর্মা, বি কুমাপ, রশিদ খান, এস কউল।