নয়াদিল্লি: দেশে ফেরার পর অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের সংবর্ধনা দেওয়া হল। সংবর্ধিত করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকর, আইমন্ত্রী ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। সাইয়ের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। নীরজ চোপড়া, রবি দাহিয়া, লভলিনা বড়গোহাঁই, বজরং পুনিয়া ছাড়াও ভারতের হকি দলও এদিন এসে পৌঁছোয় দেশে। তাঁদের সবাইকেই সংবর্ধনা দেওয়া হল। উত্তরীয় পরিয়ে দেওয়া হল তাঁদের। প্রত্যেক পদকজয়ী তাঁদের নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন।
ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, 'এবার আমাদের অ্যাথলিটরা দুর্দান্ত পারফর্ম করেছে। একটি অলিম্পক্সের মঞ্চে এতগুলো পদক এর আগে কখনও পায়নি ভারত। আমি কথা দিচ্ছি যে আগামীতে প্যারিস অলিম্পিক্সে আরও বেশি পদক জিতবে ভারত। নতুন ভারতের নতুন হিরো এরা। আগামীতে এঁরা যেন আরও ভাল পারফরম্যান্স করতে পারে, তার জন্য যতরকমের উন্নতমানের সুবিধে ওঁরা পায়, তার দিকেই খেয়াল রাখা হবে।'
উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও বর্তমান আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, 'একজন দেশবাসী হিসেবে আমি সব পদকজয়ীদের শুভেচ্ছা জানাতে চাই ওদের এই সাফল্যের জন্য। এটা এমন একটা মুহূর্ত যা ভাষায় প্রকাশ করা যায় না। শুধুমাত্র অনুভব করা যায়। গোটা দেশ চিয়ার ফর ইন্ডিয়া স্লোগানে সামিল হয়েছে।'
ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতলেও একটুর জন্য পদক হাতছাড়া করেছে মহিলা হকি দল। তবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তাঁদেরও ভূয়সী প্রশংসা করে বলেন, 'আমাদের মহিলা হকি দল পদক পায়নি। কিন্তু গোটা দেশের হৃদয় জয় করে নিয়েছে। প্রধামন্ত্রী ওঁদের সঙ্গে কথা বলেছিলেন। সেই ভিডিও দেখে দেশবাসীরা কেঁদেছিল। এগুলো ভীষণভাবে আবেগপ্রবণ মূহূর্ত।'
উল্লেখ্য, সোমবারই দেশে ফিরেছেন অলিম্পিক্সে পদকজয়ীরা। দিল্লি বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে সম্বর্ধনা দেওয়া হল নীরজ চোপড়া, বজরং পুনিয়াদের। এবারই অলিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত আর এবারই সবচেয়ে ভাল ফল হয়েছে। একটি সোনা, দু’টি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। স্বাধীন ভারতে এবারই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে পদক এসেছে। স্বাভাবিকভাবেই দেশের ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বসিত। পদকজয়ী নীরজ, বজরং, সাইখম মীরাবাঈ চানু, রবি কুমার দাহিয়া, লভলিনা বর্গোহাঁই, পিভি সিন্ধু ও ভারতের পুরুষ হকি দলের সদস্যরা অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন। পদকজয়ীদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।