মুম্বই: ক্রিকেট বিশ্বে বিরাট কোহলির জনপ্রিয়তা প্রশ্নাতীত। শুধু ভারতই নয়, সারা বিশ্বজুড়েই রয়েছেন তাঁর অনুরাগীরা। মাঠে বা মাঠের বাইরে পছন্দের খেলোয়াড়কে সমর্থনের জন্য বিভিন্ন উপায় খুঁজে নেন অনুরাগীরা। এবার ভারতীয় দলের অধিনায়ক কোহলির এক অনুরাগী নজর কাড়লেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলা হয়। এরইমধ্যে চিরাগ খিলারে নামে কোহলির এক অনুরাগীর চুলের কাটিং সবার নজর কেড়ে নিয়েছে। মাথার পিছনের দিকে তাঁর চুলের ছাঁট এমনই, যাতে কোহলির মুখাবয়ব ফুটে উঠেছে।



চিরাগ ট্যুইটারে তাঁর এই অভিনব হেয়ার কাটিংয়ের ছবি শেয়ার করেছেন।
চিরাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ভারতের সমস্ত ম্যাচে আমি কোহলিকে অনুসরণ করি। অনূর্দ্ধ ১৯ দলের অধিনায়ক হওয়ার পর থেকেই আমি কোহলির ফ্যান।
চিরাগ বলেছেন, তাঁর হেয়ার ট্যাটু করতে প্রায় ছয় থেকে আট ঘন্টা সময় লাগে। কোহলিকে দেখতে তিনি প্রত্যেকটি ম্যাচেই হাজির থাকতে চান তিনি। চিরাগ জানিয়েছেন, কোহলিকে বেশ কয়েকবার দেখেছেন। কিন্তু কোনওদিন তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। দেখা হলে কোহলির পা ছুঁয়ে প্রণাম ও তাঁকে জড়িয়ে ধরে ছবি তুলতে চান তিনি।