তাই সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি ভালবাসা ব্যক্ত করলেন সৃজিত পত্নী। ট্যুইটার ট্রেন্ডে গা ভাসিয়ে মিথিলাও নিলেন চ্যালেঞ্জ। আই লাভ ইউ – এই তিনটি শব্দ ব্যবহার না করেও, বলতে হবে ‘ভালবাসি’! ট্রেন্ড ফলো করে মিথিলা লিখলেন - ‘কবে আসবে ঢাকায়?’ সঙ্গে কিসিং ইমোজিও দিয়েছেন মিথিলা ৷
দেখুন সেই ট্যুইট!