ট্যুইটার ট্রেন্ড: আই লাভ ইউ - না বলেও ৩ শব্দে সৃজিতকে প্রেমজ্ঞাপন মিথিলার
web desk, ABP Ananda | 15 Jan 2020 03:27 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি ভালবাসা ব্যক্ত করলেন সৃজিত পত্নী। ট্যুইটার ট্রেন্ডে গা ভাসিয়ে মিথিলাও নিলেন চ্যালেঞ্জ। আই লাভ ইউ – এই তিনটি শব্দ ব্যবহার না করেও বললেন ‘ভালবাসি’!
কলকাতা : সম্প্রতি স্যুইৎজারল্যান্ড থেকে হানিমুন সেরে এসেছেন সদ্য বিবাহিত সৃজিত-মিথিলা। তারপর নিজের দেশ বাংলাদেশে ফিরেছেন মিথিলা। সৃজিত ব্যস্ত আগামী ছবি ‘দ্বিতীয় পুরুষ’ নিয়ে। কিন্তু দেশে ফিরলেও মিথিলার মন পড়ে কলকাতাতেই। তাই সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি ভালবাসা ব্যক্ত করলেন সৃজিত পত্নী। ট্যুইটার ট্রেন্ডে গা ভাসিয়ে মিথিলাও নিলেন চ্যালেঞ্জ। আই লাভ ইউ – এই তিনটি শব্দ ব্যবহার না করেও, বলতে হবে ‘ভালবাসি’! ট্রেন্ড ফলো করে মিথিলা লিখলেন - ‘কবে আসবে ঢাকায়?’ সঙ্গে কিসিং ইমোজিও দিয়েছেন মিথিলা ৷ দেখুন সেই ট্যুইট!