নয়াদিল্লি: ক্রিকেটার হিসেবে ঋষভ পন্থ কতদূর এগিয়ে যাবেন, সেটা সময়ই বলে দেবে। তবে একটি বিষয়ে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির সঙ্গে একই সারিতে চলে এলেন এই তরুণ। সচিন ও বিরাট বাবার মৃত্যুর পরেই খেলতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তেমনই বাবার মৃত্যুর শোক উপেক্ষা করে গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমে ভাল পারফরম্যান্স দেখালেন ঋষভ। দলকে জেতাতে না পারলেও, ইস্পাত-কঠিন মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতার জন্য সবার প্রশংসা আদায় করে নিয়েছেন এই তরুণ।
১৯৯৯ সালে বিশ্বকাপ চলাকালীন সচিনের বাবার মৃত্যু হয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন তিনি। বাবার শেষকৃত্য সম্পন্ন করে ফিরে গিয়ে কেনিয়ার বিরুদ্ধে শতরান করে বাবাকে উৎসর্গ করেন সচিন। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সেই ঘটনার কথা ভোলেননি।
বিরাট আরও দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছিলেন। ২০০৬ সালের ১৯ ডিসেম্বর ভোর তিনটেয় তাঁর বাবার মৃত্যু হয়। কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ফলো অন করতে নেমে তখন ভাল অবস্থায় ছিল না দিল্লি। দলের কথা ভেবে সকালেই মাঠে পৌঁছে যান বিরাট। ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন তখন ১৮ বছর বয়সি এই ক্রিকেটার।
দু দিন আগেই বাবা মারা গিয়েছেন। তা সত্ত্বেও দলের সঙ্গে যোগ দিয়ে লড়াই করলেন ঋষভ। তাঁর ৫৭ রানের অসাধারণ ইনিংসে জয়ের আশা দেখছিল দিল্লি। কিন্তু অন্য কেউ ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় হেরে গিয়েছে দিল্লি। তবে তাতে ঋষভের কৃতিত্ব এতটুকু খাটো হয়নি।
সচিন, বিরাটের মতোই বাবার মৃত্যুর শোক ভুলে দলের জন্য খেললেন ঋষভ
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2017 03:11 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -