ম্যাঞ্চেস্টার: এ বছরের অগাস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একদিনের ও টেস্ট সিরিজ খেলার পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনারও জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে সিরিজের পরেই অবসর নেবেন গেইল।


গত মাসে গেইল জানিয়েছিলেন, বিশ্বকাপের পরেই তিনি অবসর নেবেন। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘এখনও আমার খেলা শেষ হয়নি। আমি আরও কয়েকটি ম্যাচ খেলব। আরও একটি সিরিজ খেলতে পারি। বিশ্বকাপের পরে আমার পরিকল্পনা কী হবে কে বলতে পারে? ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলতে পারি। তারপর অবশ্যই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলব। আমি টি-২০ ম্যাচ খেলব না। বিশ্বকাপের পরে এটাই আমার পরিকল্পনা।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টি-২০ ম্যাচ ৮ অগাস্ট। প্রথম একদিনের ম্যাচ ৮ অগাস্ট এবং প্রথম ও দ্বিতীয় টেস্ট যথাক্রমে ২২ অগাস্ট ও ৩ সেপ্টেম্বর।