লন্ডন: এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। স্বভাবতই এতে খুশি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য পূরণ হল। খুব ভাল লাগছে।’

গতকাল ইংল্যান্ডকে সহজেই ৬৪ রানে হারিয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ফিঞ্চ শতরান করেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি খুব খারাপ খেলিনি। দলের জয়ে অবদান থাকলে সবসময় ভাল লাগে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শতরান করে দলকে জেতাতে পেরে খুব ভাল লাগছে।’

গতকাল ৪৪ রান দিয়ে ৫ উইকেট নেওয়া পেসার জেসন বেহরেনডর্ফের প্রশংসা করে ফিঞ্চ বলেছেন, ‘বেহরেনডর্ফ দারুণ বোলিং করেছে। আমরা এমন একজন বোলার পেয়েছি, যে ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করার সময় ভিতরের দিকে বল স্যুইং করাতে পারে। এটা একটা সম্পদ। আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা পাঁচবার বিশ্বকাপ জিতেছি। তাই কী করতে হবে জানি। রোজ একই পন্থা খাটে না। আমাদের সেরা খেলা খেলে যেতে হবে।’