যুক্তরাষ্ট্র: কিছুদিন আগেই ভারতের ক্রিকেটার হিসেবে নিজের কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অবসর নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার হিসেবে। এরপরই যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এবার নিজের প্রথম অর্ধশতরান হাঁকালেন উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) যুক্তরাষ্ট্রের মাটিতে। 


সেখানে মাইনর ক্রিকেট লিগে খেলতে নেমেছিলেন উন্মুক্ত। সিলিকন ভ্যালির হয়ে খেলতে নেমেছিলেন তরুণ এই ক্রিকেটার। প্রতিপক্ষ ছিল গোল্ডেন স্টেট গ্রিজলিজ। ব্যাট হাতে এদিন ৫৭ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন উন্মুক্ত। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকান এই ব্যাটসম্যান। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।  মূলত তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করেই ১৮.৫ ওভারে জয় ছিনিয়ে নেয় সিলিকন ভ্যালি। এ দিন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় সিলিকন ভ্যালি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩১ রান করে গোল্ডেন স্টেট গ্রিজলিজ। জবাবে আর্শ বুচ ও উন্মুক্ত চাঁদের ব্যাটিংয়ের ওপর ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলিকন ভ্যালি। আর্শ বুচ করেন ৩১ বলে ৪৪ রান। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে উন্মুক্ত চাঁদ ৪টি ম্যাচ খেলেছেন।



যুব বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারতীয় দল জয় পেয়েছিল। কিন্তু নিজে ভারতীয় ক্রিকেটে কোনওদিনই সেভাবে জায়গা করে উঠতে পারেননি উন্মুক্ত। ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল যুব বিশ্বকাপে জয় পেয়েছিল। এর চার বছর পর উন্মুক্তের নেতৃত্বে ভারত আবার যুব বিশ্বকাপ জেতে। সেই সময়ই ক্রিকেট বিশেষজ্ঞরা বলছিলেন যে ভবিষ্যতের বড় তারকা হতে চলেছেন উন্মুক্ত। কিন্তু নিজের প্রতিভার সুবিচার করতে পারেননি তিনি। ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৩,৩৭৯ রান করেছেন। গড় ৩১.৫৭। ২০১২ যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানও হাঁকিয়েছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ভারতীয় এ দলের প্রতিনিধিত্ব করেছেন উন্মুক্ত। কিন্তু পারফরম্যান্স করতে না পারায় দলে নিজের জায়গা হারাতে হয় তাঁকে।