গতকাল সেমি-ফাইনালে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে পর্যুদস্ত করেছে ভারত। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৬৪ রান করে বাংলাদেশ। রোহিত শর্মার অপরাজিত ১২৩ এবং বিরাট কোহলির অপরাজিত ৯৬ রানের সুবাদে ৪০.১ ওভারেই সেই রান টপকে যায় ভারত। এবার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরও আশা, ফের পাকিস্তানকে হারিয়ে খেতাব ধরে রাখবে গতবারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন যোগী আদিত্যনাথের
Web Desk, ABP Ananda | 16 Jun 2017 05:24 PM (IST)
লখনউ: বাংলাদেশকে সহজেই ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছনোর জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ট্যুইট করে বলেছেন, ‘ভারতীয় দলের জন্য আমরা গর্বিত। ভারতীয় দলকে অভিনন্দন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য শুভেচ্ছা।’