নয়া দিল্লি: সমকামী বিয়ের আইনি স্বীকৃতির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে এবার হলফনামা পেশ করল কেন্দ্র। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্র হলফনামায় বলেছে যে সমলিঙ্গের সম্পর্কের সঙ্গে ভারতীয় পারিবারিক সম্পর্কের সঙ্গে তুলনা চলে না সমকামী সম্পর্ককে। ভারতীয় পরিবারের ধারণা হল স্বামী, স্ত্রী এবং তাঁদের সন্তান। সমলিঙ্গ বিবাহ এবং অসমলিঙ্গ বিবাহের মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে। তাই দুটোকে এক ভাবে দেখা উচিত নয়।                                                                                                                  


সমকামী সম্পর্ক অপরাধ নয়, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার আওতায় দু’জনের পূর্ণ সম্মতিতে সমকাম সম্পর্ক অপরাধ নয়। তবে সমকামী সম্পর্ক বৈধ হলেও সমলিঙ্গ বিয়ে এখনও আইনি বৈধতা পায়নি ভারতে।                                                              






সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল দেশের বিভিন্ন আদালতে। গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত সব মামলাকে একত্রিত করার নির্দেশ দেয়। এদিনের শুনানিতে সমলিঙ্গে বিবাহের দাবিতে দায়ের করা এই আবেদন খারিজ করার দাবি জানাল কেন্দ্রীয় সরকার। যুক্তি হিসেবে ভারতীয় পারিবারিক সম্পর্কের উদাহরণ দেওয়া হয়। 


আরও পড়ুন, বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে হবে জিজ্ঞাসাবাদ, অনুব্রত-কন্যাকে দিল্লিতে তলব ইডির


 একই সঙ্গে মোদী সরকারের তরফে দাবি করা হয়েছে, অসমলিঙ্গ বিবাহের ‘সামাজিক মূল্য’ রয়েছে। দেশ, সমাজের ‘উন্নতি’র জন্য এই বিবাহের স্বীকৃতির প্রয়োজন থাকলেও অন্যটির নেই বলেও হলফনামায় দাবি করা হয়েছে।