দুবাই: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ১৮৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। আর প্রথম টেস্টের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship) পয়েন্ট টেবিলে কিছু পরিবর্তন হয়েছে। ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের পর এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কোথায় দাঁড়িয়ে -
- তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচ জিতেছে তারা। ১টি হেরেছে। ৩ ম্য়াচ ড্র করেছে। ১০৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে অজিরা।
- তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ৬ ম্যাচ জিতেছে। ৪ ম্যাচ হেরেছে। ঝুলিতে রয়েছে ৭২ পয়েন্ট।
- তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। ৭ ম্যাচ জিতেছে ভারত। ৪ ম্যাচ হেরেছে তারা।
- তালিকায় চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। তারা ৫ ম্যাচ জিতেছে। ১ ম্যাচ ড্র করেছে।
- তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। ৯টি ম্য়াচ জিতেছে তারা। ৮টি ম্যাচ হেরেছে ও ৪ ম্যাচ ড্র করেছে। ঝুলিতে রয়েছে ১১২ পয়েন্ট।
এদিকে, দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। চট্টগ্রাম টেস্টেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন হিটম্যান। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল (K L Rahul)। সেই ম্যাচে বড় ব্যবধানে জয়ও ছিনিয়ে নেয় ভারতীয় দল (Indian Cricket Team)। এই মুহূর্তে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত (Indian Cricket)।
ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট এখনও সারেনি বলে জানা গিয়েছে। সোমবার এই বিষয়ে বিবৃচতি দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নিয়েছে যে রোহিতকে বিশ্রাম দেওয়ার।
সূত্রের খবর, ব্যাট করতে সমস্যা না হলেও ফিল্ডিংয়ের সময় সমস্যায় পড়তে পারেন হিটম্যান। কে এল রাহুল যদিও জানিয়েছেন, ''রোহিতকে পাওয়া যাবে কি না তা হয়ত নিশ্চিত হতে পারব আগামী এক দু-দিনের মধ্যে। তবে আমার কাছে কোনও খবর নেই।''
প্রথম টেস্টে ১৮৮ রানের বিশাল বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। কে এল রাহুলের নেতৃত্বে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।