ঝিন্দ: রিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পাওয়া সাক্ষী মালিকের অটোগ্রাফ পাওয়া এখন খুবই সহজ। তার জন্য বিশেষ কিছু করতে হবে না। নিজের মেয়ের সঙ্গে সেলফি তুলে আপলোড করলেই হবে। হরিয়ানার বিবিপুর সরপঞ্চের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে ‘সেলফি উইথ ডটার’ নামে একটি সংগ্রহশালা খোলা হয়েছে। সেখানে মেয়ের সঙ্গে ছবি আপলোড করলেই সাক্ষীর অটোগ্রাফ পাওয়া যাবে।


 

হরিয়ানা সরকার সাক্ষীকে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে। সেই প্রকল্পের আওতাতেই ‘সেলফি উইথ ডটার’ চালু করা হয়েছে। এই নতুন উদ্যোগ যিনি নিয়েছেন, সেই সুনীল জাগলান বলেছেন, সাক্ষী ও তাঁর বাবা সুখবীর মালিকের ছবি দিয়ে নতুন করে এই অনলাইন সংগ্রহশালা শুরু হয়েছে। যাঁরাই ছবি আপলোড করবেন, তাঁদের ছবিতে সই করে দেবেন সাক্ষী।

 

এর আগে ‘সেলফি উইথ ডটার’ প্রকল্পে ছবি আপলোডকারীদের অটোগ্রাফ দিতেন সাইনা নেহওয়াল। এবার থেকে সাইনার পাশাপাশি অটোগ্রাফ দিচ্ছেন সাক্ষীও। যাঁরা ছবি আপলোড করবেন, তাঁদের ছবি একটি বিশেষ ফ্রেমে ডাউনলোড করে তার উপর সাইনা ও সাক্ষীর অটোগ্রাফ দেওয়া হবে।

 

সাক্ষীর পাশাপাশি এ বছর খেলরত্ন পাওয়া পিভি সিন্ধু এবং অর্জুন পুরস্কার পাওয়া রানি রামপাল ‘সেলফি উইথ ডটার’ প্রকল্পকে সমর্থন করেছেন। তাঁরাও সেলফি আপলোড করেছেন।  এ বছরের ৯ জুন থেকে এই অনলাইন সংগ্রহশালা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৩,৬০০ সেলফি আপলোড হয়েছে। ১ লক্ষ ১২ হাজার মানুষ অনলাইনে এই সংগ্রহশালা দেখেছেন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সেলফি আপলোড করেছেন।