আজ টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কোহলিকে উরি হামলা নিয়ে প্রশ্ন করা হয়। তারই জবাবে কোহলি বলেন, ‘যেটা চলছে সেটা আমাকে বিচলিত করেছে। সন্তানহারা পরিবারের লোকেদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। একজন ভারতীয় হিসেবে উরির ঘটনা আমার কাছে বেদনার।’
উরির ঘটনা নিয়ে আগেও মুখ খুলেছিলেন কোহলি। গত সোমবার উরি হামলা নিয়ে ট্যুইট করেছিলেন তিনি। এবারও এই ঘটনা নিয়ে মন্তব্য করলেন।