মস্কো: আজ বিশ্বকাপে গ্রুপ-এ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও মিশর। এই ম্যাচে মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহর খেলা নিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই সংশয় ছিল । তবে প্রতিপক্ষ দল চাইছে, সালাহ খেলতে পারলে তারা খুশিই হবে। এমনই কথা বলেছেন, উরুগুয়ের কোচ অস্কার ওয়াশিংটন তাবারেজ।
কাঁধে চোট পাওয়ার কারণে গত ২৬ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা হয়নি সালাহর। যদিও মিশরের কোচ হেক্টর কুপার বৃহস্পতিবার জানিয়েছেন, দলের তারকা খেলার জন্য তৈরি।
উরুগুয়ের কোচ তাবারেজ বলেছেন, সালাহ যদি খেলতে পারে, তাহলে আমি খুশি হব। চোটের মতো সমস্যা কাটিয়ে স্বপ্নের ম্যাচে পারাটা যে কোনও প্লেয়ারের কাছেই খুবই তৃপ্তিদায়ক। এতে দল উজ্জীবিত হয়। আর ফুটবলে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়।
তাবারেজ বলেছেন, সালাহ খেলবেন কিনা, তা তাঁর জানা নেই। কারণ ওর চোট সারানোর প্রক্রিয়াটি গোপনে ইংল্যান্ডে হয়েছে।
সাংবাদিক বৈঠকে তাবারেজ প্রতিপক্ষ দলের আর্জেন্টিনীয় কোচের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথাও জানিয়েছেন। ওই সময় ফারাওহসের অধিনায়ক ছিলেন কুপার। সেই সময় তাবারেজ ছিলেন বোকা জুনিয়র্সের কোচ।