নিউ ইয়র্ক: ইউ এস ওপেনের ফাইনালে অঘটন। নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন ড্যানিল মেদেভেদেভ। ইতিহাস গড়া হল না বিশ্বের ১ নম্বর টেনিস তারকার। স্ট্রেট সেটে মেদেভেদেভ হারিয়ে দিলেন জোকারকে। খেলার ফল মেদভেদেভর পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৪। একই সঙ্গে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নিলেন রাশিয়ার টেনিস তারকা।


 






ইউ এস ওপেন ফাইনালে যে কঠিন লড়াই হবে, তা নিশ্চিত ছিল। আর্থার অ্যাশ কোর্টে প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিটের লড়াই হল। এদিন খেলার প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মেদভেদেভ। বিশ্বের এক নম্বর জোকার ও বিশ্বের ২ নম্বর মেদভেদেভের লড়াই দেখার জন্য গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন একাধিক তারকা ব্যক্তিত্ব। ম্যাচের প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান রাশিয়ার টেনিস তারকা। এরপর বাকি ২ সেটেও একইভাবে বারবার সার্ভ, ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ডে তাক লাগালেন প্রতিপক্ষকে মেদভেদেভ।


এর আগে চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকারের বিরুদ্ধেই হেরে যেতে হয়েছিল রাশিয়ান টেনিস তারকাকে। সেই ম্যাচ হারার পর এই ম্যাচ ছিল প্রতিশোধের ম্যাচ। ইউ এস ওপেনে জোকারকে হারিয়ে দুর্দান্তভাবে খেতাব পকেটে পুরে নিলেন মেদভেদেভ।


প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পরই অভিনবভাবে সেলিব্রেশন করেন মেদভেদেভ। কোর্টেই শুয়ে পড়েন তিনি। মুখ থেকে জিভ বের করে হাঁপাতে থাকেন, এমন একটা অঙ্গভঙ্গি করেন যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। অন্যদিকে ইতিহাসের দোরগোড়ায় এসে এভাবে হারতে হবে ভাবতে পারেননি জোকার। কেঁদে ফেলেন তিনি ম্যাচের পর। সেমিতে জেরেভকে হারানোর পরই বলেছিলেন যে এই ম্য়াচে নিজের সর্বস্ব দিয়ে দেবেন। এদিন চেষ্টাও করছিলেন দারুণভাবে। কিন্তু শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য মেদভেদেভের কাছে হার মানতে হয় সার্বিয়ান টেনিস তারকাকে।