নিউ ইয়র্ক: ইউ এস ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে হারিয়ে দিলেন ইতালির মাত্তেও বেরেত্তিনিকে। চার সেটের লড়াইয়ে এদিন ইতালির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন জকোভিচ। প্রথম সেটে হেরে গেলেও পরের তিন সেটে জিতে ম্যাচে জয় ছিনিয়ে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। খেলার ফল জকোভিচের পক্ষে ৫-৭, ৬-২, ৬-২, ৬-৩। 


প্রথম সেটে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়। ওই সেটে হেরেও যান জোকার। ৭-৫ ফলাফলে প্রথম সেট জিতে নোভাক ফ্যানদের ধাক্কা দেন ইতালির টেনিস তারকা। কিন্তু এরপর আর সুযোগ দেননি কোনও জোকার। প্রতিপক্ষের বিরুদ্ধে পরপর তিন সেটে জিতে নেন সার্বিয়ান তারকা। এক ক্যালেন্ডার মরসুমে টানা ৪টে গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়ার থেকে আর মাত্র ২ ম্যাচ দূরে রয়েছেন জোকার। ১৯৬৯ সালে শেষবার রড লেভার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 


প্রথম সেটে ১৭টি আনফোর্সড এরর করেছিলেন জোকার। কিন্তু সেই ভুল শুধরে পরের তিন সেটে আর মাত্র ১১টি আনফোর্সড এরর করেছিলেন সার্বিয়ান তারকা। টুর্নামেন্টে টানা তিন ম্যাচে প্রথম সেটে পিছিয়ে জয় পেলেন জোকার। চলতি বছরে এমনটা হয়েছে ৯ বার। যেখানে প্রথম সেটে পিছিয়ে পড়েও জয় হাসিল করে নিয়েছেন জকোভিচ। শেষ তিন সেটে একবারের জন্যও নড়বড়ে মনে হয়নি সার্বিয়ান তারকাকে। 


চলতি মরসুমে কোনও ম্যাচে হারেননি জকোভিচ। সবমিলিয়ে চলতি মরসুমে টানা ২৬টি ম্যাচ জয়ের অনন্য নজিরও গড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এর আগে উইম্বলডনের ফাইনালেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়েছিলেন জকোভিচ। সেই ফাইনালেও বেরেত্তিনির বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জয় পান জোকার। প্রথম সেটে টাইব্রেকারে হেরে গেলেও পরের তিন সেটে টানা জিতে ম্যাচে শেষ হাসি হাসেন জকোভিচ। খেলার ফল নোভাকের পক্ষে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩।  প্রথম সেটে পিছিয়ে গিয়েছিলেন জোকার। এর আগে ফরাসি ওপেনের মঞ্চেও ২ প্রতিদ্বন্দ্বীর লড়াই হয়েছিল। সেবারও শুরুতে পিছিয়ে গেলেও পরে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিলেন জকোভিচ।