ওরিগন: অলিম্পিক্সে ভারতকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও (World Athletics Championships 2022) নিজের দুরন্ত ফর্ম বজায় রাখলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। নিজের প্রথম প্রয়াশেই ফাইনালে নামার যোগ্যতা অর্জন করে ফেললেন ভারতীয় অ্যাথলিট।


এক থ্রোই যথেষ্ট


শুক্রবার (২২ জুলাই) ভারতীয় সময় অনুযায়ী একেবারে ভোর ভোর, নিজের প্রতিযোগিতায় নামেন নীরজ। যুক্তরাষ্ট্রের ওরিগনে অনু্ষ্ঠিত হচ্ছে এবারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানেই গ্রুপ 'এ'-তে নিজের প্রথম প্রয়াশেই ৮৮.৩৯মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সরাসরি ফাইনালের টিকিট পাকা করে ফেলেন নীরজ। এটি নীরজের কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো।


 



 


গ্রুপ 'এ' ও গ্রুপ 'বি' মিলিয়ে মোট ১২জন ফাইনালের নামার যোগ্যতা অর্জন করবেন। যোগ্যতা অর্জন পর্বে ৮৩.৫০ মিটার দূরত্ব অতিক্রম করলেই জ্যাভলিন থ্রোয়াররা সরাসরি ফাইনালের টিকিট পাকা করে ফেলতে পারবেন। সেখানে নীরজ খুব সহজেই সেই দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন। প্রসঙ্গত, ২০১৭ সালের লন্ডন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও নীরজ অংশগ্রহণ করেছিলেন বটে। তবে ৮২.২৬ মিটার থ্রো করে তিনি ফাইনালে নামার সুযোগ পাননি। তাই এটাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার প্রথম ফাইনাল।


রবিবার ফাইনাল


২০০৩ সালের প্যারিস চ্যাম্পিয়নশিপে লং-জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। তারপর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আর কোনও ভারতীয় অ্যাথলিট পদক জিততে পারেননি। বলার প্রয়োজন হয় না, যে সেই প্রতীক্ষা শেষের জন্য গোটা ভারতবর্ষ নীরজের দিকেই তাকিয়ে রয়েছে। রবিবার (২৪ জুলাই) নীরজ পদক জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে নামবেন। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৭:০৫ থেকে ফাইনাল শুরু হবে।


নীরজের পাশাপাশি আরেক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদবও (Rohit Yadav) ফাইনালে নামার যোগ্যতা অর্জন করেছেন। তিনি ৮০.৪২ মিটার থ্রো করলেও, ১১ নম্বর স্থানে শেষ করে ফাইনালে নামার ছাড়পত্র পেয়েছেন।


আরও পড়ুন: তাইপেই ওপেনের কোয়ার্টর ফাইনালে পারুপল্লী কাশ্যপ