যুক্তরাষ্ট্র: জয় দিয়ে যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2024) অভিযান শুরু করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic) ও কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। প্রথম রাউন্ডের ম্য়াচে মঙ্গলবার নোভাক জকোভিচ (Novak Djokovic) তিন সেটের খেলার হারিয়ে দেয় স্পেনের রাডু অ্যালবটকে। খেলার ফল সার্বিয়ান তারকার পক্ষে ৬-২, ৬-২, ৬-৪। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) সোনা জিতেছিলেন। প্রথমবার অলিম্পিক্সে সোনা জয়ের ফর্মই ধরে রাখলেন আর্থার অ্যাশ এরিনাতেও। প্রথম দুই সেটে জোকার একেবারেই দাঁড়াতে দেননি স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীকে। তৃতীয় সেটে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও রাডুর পক্ষে ২৪ গ্র্যান্ডস্লামের মালিককে টেক্কা দেওয়া একেবারেই সহজ ছিল না।
উইম্বলডনে ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল। ২৫ তম গ্র্যান্ডস্লামের অপেক্ষার ব্যবধানটা বেড়েই চলেছে ক্রমাগত। যুক্তরাষ্ট্র ওপেনে নামার আগে সাংবাদিক বৈঠকে জোকার বলেছিলেন, ''অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার টেনিস থেকে কি সব পাওয়া হয়ে গিয়েছে? এরপরও কিছু লক্ষ্য রেখেছি কিনা কেরিয়ারের জন্য। আমি শুধু এটুকুই বলব, আমার মধ্যে ক্ষিদে আছে। আমি আরও ইতিহাস তৈরি করতে চাই। টেনিসকে আরও উপভোগ করতে চাই আমি। প্রথম দিন থেকেই আমি যে কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠতে চেয়েছি ও খেতাব জিততে চেয়েছি। এই টুর্নামেন্টেও তার ব্য়ক্তিক্রম হবে না। ফাইনালে উঠতে চাই। খেতাব জিততে চাই। ২৫ তম গ্র্যান্ডস্লাম জিততে চাই।''
এদিকে, প্যারিস অলিম্পিক্স খুব একটা ভাল যায়নি কার্লোস আলকারাজের। এবারের টুর্নামেন্টে তৃতীয় বাছাই হিসেবে খেলতে নামা স্প্যানিশ তারকা হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার লি তু-কে। খেলার ফল আলকারাজের পক্ষে ৬-২, ৪-৬, ৬-৩, ৬-১। একটি সেট হারতে হয়েছিল স্প্যানিশ তারকাকে। শেষবার উইম্বলডনে জয় ছিনিয়ে নিয়েছিলেন আলকারাজ। এর আগে ফরাসি ওপেনেও জিতেছেন। আলকারাজের সামনে সুযোগ বিশ্বের তৃতীয় খেলােয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ডস্লাম জেতার একই বছরে। রড লেভার ও রাফায়েল নাদাল এই কৃতিত্বের অধিকারী ছিলেন আগে।
ম্য়াচের পর আলকারাজ বলছেন, ''প্রথমেই বলব আমি খুশি যে আমি পরের রাউন্ডে জায়গা করে নিতে পেরেছি। কোর্টে বেশ ভাল পারফর্ম করতে পারছিলাম। পা মুভ করতেও কোনও অসুবিধে হচ্ছিল না। এমনকী ভাল শটও মারতে পারছিলাম। তবে দ্বিতীয় সেটে কিছুটা সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। দারুণ খেলছিল লি। তবে আগামী রাউন্ডে আমাকে আরও ভাল পারফর্ম করতে হবে।''
আরও পড়ুন: উনচল্লিশেও ফ্রি কিক থেকে দুরন্ত গোল রোনাল্ডোর, সৌদি প্রো লিগে জয় আল নাসেরের