নিউ ইয়র্ক: দিনকয়েক আগেই উইম্বলডনে দেখা মিলেছিল বিরাট কোহলির। অল ইংল্যান্ড ক্লাবে সস্ত্রীক টেনিস ম্য়াচ দেখতে এসেছিলেন বিরাট। এবার যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2025) সমর্থকদের আসনে দেখা মিলল আরও এক প্রাক্তন ভারতীয় অধিনায়কের। তিনি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর টেলর ফ্রিৎজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেমেছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেই ম্য়াচ দেখতেই দর্শকাসনে উপস্থিত ছিলেন ধোনি।
২২ গজের বাইরে সাধারণত জাঁক জমকের থেকে দূরেই থাকা পছন্দ করেন মহেন্দ্র সিংহ ধোনি। কখনও সখনও তাঁর বাইক রাইডের ভিডিও বা বন্ধুদের সঙ্গে ধাবায় মুখে একগাল হাসি নিয়ে খাওয়া দাওয়া করা আড্ডা দেওয়ার ভিডিও ভাইরাল হয়। তবে কোনও ইভেন্ট বা প্রমোশনে ধোনিকে দেখা যায় না। এমনকী তিনি আইসিসির হল অফ ফেমে জায়গা পেলেও, সেই অনুষ্ঠানে যাননি। তবে তাঁকে ফ্লাশিং মিডোয় আর্থার অ্যাশ স্টেডিয়ামে দেখা গেল।
ধোনির টেনিসপ্রেম অবশ্য নতুন কিছু নয়। অতীতে তাঁকে টেনিস খেলে অবসরযাপন করতে দেখা গিয়েছে। এবার তাঁকে ওপেন যুগে রেকর্ড স্ল্যামজয়ী তারকার ম্যাচ উপভোগ করতে দেখা গেল। ফ্লাশিং মিডোয় ব্যবসায়ী হিতেশ সাঙভির সঙ্গে একফ্রেমে ধরা পড়েন ধোনি। হিতেশ ধোনির সঙ্গে এই ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই তা হু হু করে ভাইরাল হয়।
প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আমেরিকার টেলর ফ্রিৎজকে হারিয়ে দিলেন জোকার। খেলার ফল নোভাকের পক্ষে ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪। শেষ চারে কার্লোস আলকারাজ়ের বিরুদ্ধে কোর্টে নামবেন জোকার।
গোটা য়ুক্তরাষ্ট্র ওপেনেই এখনও পর্যন্ত খুব বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি জোকারকে। এদিনও হেসেখেলেই জিতে নেন সার্বিয়ান তারকা। ২৫তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ওঠার মুখেই রেকর্ড গড়েছিলেন। টেক্কা দিয়েছিলেন রজার ফেডেরারকে। এদিন আরও এক স্ল্যামের পথে একধাপ এগিয়ে গেলেন জোকার।
গোটা যুক্তরাষ্ট্র ওপেনেই এখনও পর্যন্ত খুব বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি জোকারকে। এদিনও হেসেখেলেই জিতে নেন সার্বিয়ান তারকা। ২৫তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ওঠার মুখেই রেকর্ড গড়েছিলেন। টেক্কা দিয়েছিলেন রজার ফেডেরারকে। এদিন আরও এক স্ল্যামের পথে একধাপ এগিয়ে গেলেন জোকার।