নিউ ইয়র্ক: প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ডাবলস তারকা রোহন বোপান্না। তবে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামে ভারতীয়দের আশা জিইয়ে রেখেছেন য়ুকি ভামব্রি (Yuki Bhambri)। মাইকেল ভেনাসকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2025) ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন য়ুকি। টুর্নামেন্টের ১৪ নম্বর বাছাই জুটি ৬-৩, ৭-৬, ৬-৩ স্কোরলাইনে নিকোলা মেকটিচ ও রাজীব রামের জুটিকে পরাজিত করলেন। নিজের কেরিয়ারে এই প্রথমবার কোনও গ্র্যান্ডস্ল্যামের শেষ চারে পৌঁছলেন য়ুকি। 

বিশ্বের ৩২ নম্বর য়ুকিই বর্তমানে ভারতের এক নম্বর টেনিস ডাবলস খেলোয়াড়। গত বছরে ফরাসি খেলোয়াড় অ্যালিবানো অলিভেট্টিকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন য়ুকি। এই বছর কোয়ার্টার ফাইনালে পৌঁছে আগেই নিজের পুরনো রেকর্ড ভেঙে দেন য়ুকি। এবার তিনি টানটান ম্যাচে শেষে শেষ চারে নিজের জায়গা পাকা করে নিলেন।

প্রথম রাউন্ডে রোহন বোপান্নার পর ভারতীয় জুটি অনিরুদ্ধ চন্দ্রশখর ও বিজয় সুন্দর প্রশান্তের জুটিও রবিবার দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান। ফ্লাশিং মিডোয় ভারতের শেষ ভরসা বলতে য়ুকিই। তিনি কিন্তু সেই ভরসা জিইয়ে রাখলেন। ব্রিটিশ জুটি নীল স্কুপস্কি ও জো স্যালিসবারির বিরুদ্ধে রাতেই সেমিফাইনালে কোর্টে নামছে ভারতীয়-কিউয়ি জুটি। রাজীব রামদের ১১তম বাছাই জুটিকে হারিয়ে য়ুকিরা এবার খেতাবি লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করতে পারেন কি না, এবার সেটাই দেখার বিষয়।

অপরদিকে, আরও একটা সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচও। যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে সার্বিয়ান টেনিস তারকার। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আমেরিকার টেলর ফ্রিৎজকে হারিয়ে দিলেন জোকার। খেলার ফল নোভাকের পক্ষে ৬–৩, ৭–৫, ৩–৬, ৬–৪। শেষ চারে কার্লোস আলকারাজ়ের বিরুদ্ধে কোর্টে নামবেন জোকার।

গোটা য়ুক্তরাষ্ট্র ওপেনেই এখনও পর্যন্ত খুব বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি জোকারকে। এদিনও হেসেখেলেই জিতে নেন সার্বিয়ান তারকা। ২৫তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ওঠার মুখেই রেকর্ড গড়েছিলেন। টেক্কা দিয়েছিলেন রজার ফেডেরারকে। এদিন ফ্রিৎজকে কোয়ার্টারে হারিয়ে কোর্টেই নামতে দেখা যায় জোকারকে। 

 যুক্তরাষ্ট্র ওপেনে এই নিয়ে ১৪ বার সেমিতে উঠলেন। এদিন প্রথম দুটো গেলে দাঁড়াতেই দেননি ফ্রিৎজকে জোকার। কিন্তু তৃতীয় গেমে পাল্টা প্রত্যাঘাত করেন ফ্রিৎজ। তবে চার নম্বর গেমে ফের জয় ছিনিয়ে নেন জােকার। এদিন ম্যাচের শেষে সার্বিয়ান টেনিস তারকা বলেন, 'খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। যে কেউ জিততে পারত। দ্বিতীয় সেটে গুরুত্বপূর্ণ কিছু ব্রেক পয়েন্ট বাঁচাতে পেরে আমি ভাগ্যবান। দ্বিতীয় এবং তৃতীয় সেটের বেশির ভাগ সময়ে ফ্রিৎজ ভাল খেলেছে। শেষ গেমটা তো দুর্দান্ত হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে টেলর ডবল ফল্ট করল।'