সিয়াটেল:কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে গেল আমেরিকা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারায় আমেরিকা। ক্লিন্সম্যানের দলের হয়ে শুক্রবার ফের গোল করেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার ক্লিন্ট ডেম্পসি। খেলার ২২ মিনিটে ডেম্পসির গোলেই এগিয়ে যায় আমেরিকা।৬৫ মিনিটে খেলার ফল দুই-শূন্য করে দেন জারদেস।৭৪ মিনিটের মাথায় ইকুয়েডর ব্যবধান কমালেও খেলার শেষ কয়েক মিনিট লিড ধরে রেখে শেষ চারের টিকিট পাকা করে নেয় আমেরিকা।কোপার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আগামীকাল নামছে পেরু ও কলম্বিয়া।