৩০ বছর বয়সি বোল্ট কোনওদিনই দৌড়ের শুরুটা ভাল করতেন না। কিন্তু তারপর তিনি সবাইকে পিছনে ফেলে দিতেন। শেষ ১০০ মিটার দৌড়ের শুরুটাও ভাল করেননি বোল্ট। কিন্তু স্বভাববিরুদ্ধভাবে তিনি শেষটা ভাল করতে পারলেন না। ১২ তারিখ জামাইকার হয়ে ৪x১০০ মিটার রিলে দৌড়ে নামতে পারেন বোল্ট। তবে এককভাবে আর তাঁকে দৌড়তে দেখা যাবে না।
গ্যাটলিনের কাছে হারের জন্য খারাপ শুরুকেই দায়ী করেছেন বোল্ট। তিনি বলেছেন, ‘আমার দৌড়ের শুরুটাই হারিয়ে দিল। সাধারণত প্রতিটি রাউন্ডে শুরুটা ভাল হয়। কিন্তু এবার সেটা হল না। এবারের প্রতিযোগিতা কঠিন ছিল। নিজেকে ক্লান্ত মনে হচ্ছিল। তবে আমি অন্যান্য প্রতিযোগিতাগুলির মতোই এবারও নিজের সেরাটা দিয়েছি। সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ।’