ঢাকা: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হল বাংলাদেশের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজাকে। শনিবার সকালে তাঁর কাশির সঙ্গে রক্ত পড়ে। স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা মাশরাফিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে মাশরাফির শারীরিক অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, ‘মাশরাফির গুরুতর কোনও সমস্যা হয়নি। কফের সঙ্গে রক্ত পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। ফুসফুসের পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় কোনও সমস্যা ধরা পড়েনি। মাশরাফিকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না।’
১১ বছর পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। বেতন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিবাদ মিটে গিয়েছে ক্রিকেটারদের। ফলে তাঁরা বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছে। টেস্ট থেকে অবসর নেওয়ায় এই সিরিজে খেলবেন না মাশরাফি। ফলে তিনি সুস্থ হয়ে ওঠার জন্য কিছুদিন সময় পাচ্ছেন।
কাশির সঙ্গে রক্ত, হাসপাতালে মাশরাফি মোর্তাজা
Web Desk, ABP Ananda
Updated at:
06 Aug 2017 04:50 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -