চেন্নাই: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ চিপকে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যাচে কেকেআর হারলে নীতীশ রানাদের প্লে-অফে পৌঁছনোর আশা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। অপরদিকে, সিএসকে আজকের ম্যাচ জিতে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলতে পারে। এই ম্যাচের প্রথম ইনিংসে অন্তত কেকেআরেরই দাপট দেখা গেল। নাইট স্পিনাররা দুরন্ত বোলিং করলেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৪/৬ তুলল সিএসকে। শিবম দুবে (Shivam Dube) অবশ্য ৪৮ রানের ইনিংসে বেশ নজর কাড়লেন। কেকেআরের হয়ে সুনীল নারিন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), উভয়েই দু'টি করে উইকেট নেন।
কেকেআরের বিরুদ্ধে আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কেকেআর অধিনায়ক নীতীশ রানাও অবশ্য টস জিতলে ব্যাটই করতেন বলে পরে জানান। সিএসকের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে ইনিংসের শুরুটা কিন্তু দুর্দান্তভাবে করেন। তবে কেকেআরের হয়ে এই টুর্নামেন্টের সফলতম বোলার বরুণ চক্রবর্তী নাইটদেরকে প্রথম সাফল্য এনে দেন। রুতুরাজকে নিজের প্রথম ওভারেই ১৭ রানে ফেরান বরুণ। অজিঙ্ক রাহানেকেও ১৬ রানে আউট করেন বরুণই।
ভুললে চলবে না কেকেআরের হয়ে খেললেও, চিপকেই কিন্তু বরুণ নিজের বেশিরভাগ ক্রিকেটটা খেলেছেন। তিনি ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়েই খেলেন। সেই পরিচিত মাঠেই নজর কাড়লেন বরুণ। বরুণের পাশাপাশি ম্যাচে নজর কাড়লেন সুনীল নারিনও। গোটা আইপিএলে নারিনকে একেবারেই নিজের সেরা পারফরম্যান্স করতে পারেননি। তবে আজকের ম্যাচে চোখধাঁধানো পারফর্ম করলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। আম্বাতি রায়াডু (৪) ও মঈন আলিকে (১) একই ওভারে ফেরান তিনি। মাত্র ১১ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বিরাট বিপাকে পড়ে সিএসকে।
রবীন্দ্র জাডেজা ও শিবম দুবে সিএসকের হয়ে লড়াইটা করেন। ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন দুইজনে। তবে রবীন্দ্র জাডেজা একেবারেই ছন্দে ছিলেন না। ২৪ বলে ২০ রানে আউট হন রবীন্দ্র জাডেজা। শিবম দুবে অবশ্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ধোনি ব্যাটে নামলেও কিন্তু বড় শট হাঁকাতেও পারেননি। ধোনি তিন বলে দুই রানে অপরাজিত থাকেন। স্পিনারদের পাশাপাশি শার্দুল ঠাকুরও বেশ নজর কাড়েন। তিনি তিন ওভারে ১৫ রানের বিনিময়ে এক উইকেট নেন।