Realme Smartphone: রিয়েলমি ১১ সিরিজ (Realme 11 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১১ প্রো প্লাস (Realme 11 Pro Plus) এবং রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৬ মে রিয়েলমি ১১ সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। তবে রিয়েলমি সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে এই দুই ফোন লঞ্চের কোনও দিনক্ষণ জানানো হয়নি। অন্যদিকে চিনে রিয়েলমি ১১ সিরিজের এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও রিয়েলমির এই ফোনে ভিভো এক্স৯০ প্রো এবং শাওমি ১৩ আলট্রা ফোনের মতো আকর্ষণীয় ক্যামেরা রয়েছে। 


টিপস্টার দেবায়ন রায় আভাস দিয়েছেন ভারতে রিয়েলমি ১১ সিরিজের দু'টি ফোন রিয়েলমি ১১ প্রো প্লাস এবং রিয়েলমি ১১ প্রো আগামী ১৬ মে ভারতে লঞ্চ হতে পারে। এই টিপস্টারের কথায় রিয়েলমি ১১ প্রো ফোনের দাম ২২ থেকে ২৩ হাজার টাকার আশপাশে হতে পারে। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনের দাম ২৮ থেকে ২৯ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। 


রিয়েলমি ১১ সিরিজের দু'টি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে ৬.৭ ইঞ্চির কার্ভড ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে। এই ডিসপ্লে একটি AMOLED ডিসপ্লে হতে পারে। তার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনে একটি মেটাল ফ্রেম এবং একটি আকর্ষণীয় লেদার ব্যাক ফিনিশ থাকতে পারে। 


Motorola Smartphone: মোটোরোলা এজ ৪০ ৫জি (Motorola Edge 40 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি থ্রিডি কার্ভড pOLED ডিসপ্লে থাকতে পারে। চলতি মাসে অর্থাৎ মে মাসেই এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছেন জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব। মে মাসের শেষদিকে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। এখানে থাকতে পারে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকতে পারে। 


আরও পড়ুন- সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস